রোনালদোকে ব্যঙ্গ করায় ক্ষমা চাইবে না বিবিসি

রোনালদোকে ব্যঙ্গ করায় ক্ষমা চাইবে না বিবিসি

স্লোভেনিয়ার বিপক্ষে ডু অর ডাই সিচুয়েশনে পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ গণমাধ্যম বিসিবি সেই পেনাল্টি মিসের রিপ্লে দেখানোর সময় স্ক্রিনে লিখেছিলো- মিসটিয়ানো পেনালদো 'Misstiano Penaldo'। পেনাল্টি মিস আর রোনালদোর নামকে এমন একসঙ্গে করে শব্দটা লেখা হয়েছিল। ব্যাপারটি পছন্দ করেননি অনেকেই। সমালোচনাও হয়েছিলো প্রচুর। ইংলিশ কিংবদন্তি জন টেরি তো বলেছিলেন এটি অপমানজনক।

সেই গোল মিসের পর রোনালদো টাইব্রেকারে গোল করে হাতজোড় করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেও, সেই লেখা নিয়ে ক্ষমা কিংবা দুঃখপ্রকাশে একদমই রাজি নয় বিবিসি।

তাদের যুক্তি, “ওই লেখাটা শুধুমাত্র শব্দের খেলা ছিল। আমরা এর আগেও ম্যাচের দিন এরকম গ্রাফিক্স দিয়েছি। ক্রিশ্চিয়ানো রোনালদোকে আঘাত করতে চাইনি। আমাদের বিশ্লেষকরা কখনই রোনালদোর অতিরিক্ত সমালোচনা করেনি। আমরা মানছি, কিছু মানুষ এটাতে কষ্ট পেয়েছে। আমরা সবসময়ই তাকে সম্মান জানানোর চেষ্টা করেছি।”

বিবিসির ভাষ্যমতে ওই লেখার জন্য দুঃখিত হওয়ার মতো কিছু ঘটেনি। তারা এটাও মনে করিয়ে দিয়েছে ম্যাচের আগে তাদের বিশ্লেষকেরা পর্তুগিজ সুপারস্টারের দেশের প্রতি সততা-নিবেদন এবং উজাড় করে দেওয়া মানসিকতার সুনামও করেছিলেন।

সম্পর্কিত খবর