স্পেন সমর্থকদের ওপর ক্ষুব্ধ মোরাতা
চলতি ইউরো আসরে স্পেন দলকে নেতৃত্ব দিচ্ছেন আলভারো মোরাতা। আজ (মঙ্গলবার) সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে তার দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজ দেশের সমর্থকদের ওপরই ক্ষোভ ঝাড়লেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। একইসঙ্গে ইউরো শেষেই নিজেই অবসরের ইঙ্গিতটাই দিয়ে ফেললেন তিনি।
জাতীয় দলের জার্সি গায়ে ২০১৪ সাল থেকেই খেলছেন মোরাতা। খেলছেন রিয়াল মাদ্রিদ, চেলসি, জুভেন্তাস, আতলেতিকো মাদ্রিদের মতো বড় বড় ক্লাবেও। তবে নিজ দেশের ফুটবল দর্শক এবং সমর্থনকারীদের ওপর বেশ ক্ষুব্ধ তিনি। স্থানীয় এক গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক ‘কাদেনা এসইআর’কে মোরাতা বলেছেন, ‘হতে পারে স্পেনের হয়ে এটা আমার শেষ টুর্নামেন্ট। এটি নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না তবে সম্ভাবনাটা আছে।’
২০২০ সালের ইউরোতে তাকে দুয়ো দিয়েছিল স্পেনের সমর্থকরাই। এছাড়াও চলতি বছরের মার্চে ব্রাজিলের বিপক্ষেও মোরাতাকে দুয়ো দিয়েছেল নিজ দলের সমর্থকরাই। মোরাতা তাই মনে করেন স্পেনের মানুষজন বেশ অকৃতজ্ঞ। স্পেন সমর্থকদের সঙ্গে তার সম্পর্কটাও ভালো না।
মোরাতা বলেছেন, ‘স্পেনে বোধহয় আমার জন্য সুখী থাকাটা বড্ড কঠিন। স্পেনের বাইরে গেলে যে আমার দিন ভালো কাটে এটা নিয়ে কোনো সন্দেহই নেই। সবচেয়ে বড় কথা, বাইরে আমি সম্মান পাই। আর স্পেনে কারো জন্য বা কোনোকিছুর জন্যই মনে হয় মানুষের কোনো সম্মান নাই।’
জার্মানদের বিপক্ষে কোয়ার্টারে কঠিন জয় তুলে নেওয়ার পর অধিনায়ক মোরাতাকে দেখা যায় অশ্রুসিক্ত অবস্থায়। এ নিয়ে গুজব ওঠে যে দুইটি হলুদ কার্ড দেখার কারণে তিনি নাকি সেমিফাইনাল ম্যাচে মাঠে নামতে পারবেন না, এই দুঃখে কাঁদছিলেন তিনি। তবে এর পুরোটাই গুজব বলে বেশ রাগ করেছেন মোরাতা।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওইদিন শুনলাম, লোকে বলাবলি করছে যে আমি নাকি সাইডলাইনে কাঁদছিলাম হলুদ কার্ড দেখার জন্য। এটা কী ধরনের আজগুবি কথা! আমি কেঁদেছি আনন্দে, কেঁদেছি অধিনায়ক হিসেবে দলকে সেমিফাইনালে তোলার আনন্দে। এসব কারণে আমি তো কখনও কারো সমালোচনা করতাম না! কিন্তু দেখুন আমাকে এসব সইতে হচ্ছে। ইউরো জেতার জন্য যদি আমি আমার হাত কেটে ফেলি তাও বোধহয় আমাকে কথা শুনতে হবে।’
বাংলাদেশ সময় আজ রাত ১ টায় ফ্রান্সের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামছে স্পেন। প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে দলকে ফাইনালের মঞ্চে তুলতে মরিয়া মোরাতা।