আলভারেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
এর আগেও কানাডার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা, সেদিনও গোল পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ। আজ সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি কানাডার, এবারও গোলের দেখা পেয়ে গেলেন তিনি। তাতে ভর করেই আর্জেন্টিনা এগিয়ে গেছে ম্যাচে।
মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের দারুণ লং পাসে কানাডা রক্ষণ ভেঙে যায়। বল চলে যায় হুলিয়ান আলভারেজের পায়ে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলটা জালে জড়ান আলভারেজ।
এর আগেও অবশ্য সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। ১০ মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি।
সেখান থেকেই শট নিয়ে বসেন তিনি। তবে তা লক্ষ্যের একটু বাইরে দিয়ে চলে যায়। তবে এরপর আলভারেজের গোলে ঠিকই এগিয়ে যায় আর্জেন্টিনা।