এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমিফাইনালে আজ কানাডার মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে দলটা।
লিডটা আর্জেন্টিনা নিয়েছে ম্যাচের ২২ মিনিটে। মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের দারুণ লং পাসে কানাডা রক্ষণ ভেঙে যায়। বল চলে যায় হুলিয়ান আলভারেজের পায়ে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলটা জালে জড়ান আলভারেজ।
এর আগেও অবশ্য সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। ১০ মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। সেখান থেকেই শট নিয়ে বসেন তিনি। তবে তা লক্ষ্যের একটু বাইরে দিয়ে চলে যায়।
সুযোগ এসেছে পরেও। ৪৪ মিনিটে মেসি আরও একটা সুযোগ পেয়েছিলেন গোলের। আনহেল দি মারিয়ার পাস থেকে বলটা নিয়ে তিনি দারুণভাবে ঢুকেছিলেন কানাডার বক্সে। তবে এবার তার ডান পায়ের শটটা চলে যায় বাইরে। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরও একটা শট নেন মেসি। তবে এবার তার চিপটা যায় ক্রসবারের ওপর দিয়ে।
যোগ করা সময়ের শেষ মিনিটে লম্বা থ্রো ইন থেকে একটা সুযোগ পেয়েছিল কানাডা। তবে আলফনসো ডেভিসের শটটা দারুণভাবে ঠেকান এমিলিয়ানো মার্তিনেজ। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে গেছে আর্জেন্টিনা।

সম্পর্কিত খবর