কোপা আমেরিকায় গোলের খাতা খুললেন মেসি

কোপা আমেরিকায় গোলের খাতা খুললেন মেসি

কোপা আমেরিকায় তিন ম্যাচ খেলে ফেলেছিলেন। তবে গোলের দেখা যেন কিছুতেই পাচ্ছিলেন না লিওনেল মেসি।

তবে এবার সে খরাটা ঘুচল। তাও আবার সেমিফাইনালে এসে। কানাডার বিপক্ষে দলের দ্বিতীয় গোলটা করলেন তিনি। 

সম্ভাবনা প্রথমার্ধেই তৈরি হয়েছিল। ১০ আর ৪৫ মিনিটের দুটো শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

ম্যাচের ৫১ মিনিটে তিনি ছিলেন বক্সের ভেতর। একটু দূর থেকে করা এনজো ফার্নান্দেজের শটে পা ছুঁইয়ে দেন তিনি। সেটাই জড়ায় জালে। ভিএআর যাচাইয়ের পর গোলটা পেয়ে যান মেসি। 

চলতি কোপা আমেরিকায় এটা তার প্রথম গোল। এই গোল মেসির ক্যারিয়ারের ১১০তম গোল। এই গোলটা দিয়ে ইরানের আলি দায়ীকে গোলের দিক থেকে টপকে গেলেন তিনি। 

সম্পর্কিত খবর