এনসিএল টি-টোয়েন্টির সময়সূচী জানাল বিসিবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটা খেলেছিল ২০০৬ সালে। দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে খেলার অভিজ্ঞতা থাকলেও এখন পর্যন্ত স্বল্প পরিসরের এই ক্রিকেটে বেশ দুর্বল টাইগাররা। এ কথাটা হরহামেশাই দেশের ক্রিকেট প্রেমীদের এবং ক্রিকেট বিশ্লেষকদের বলতে শোনা যায়। এতবছরেও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল কেন কোনো শিরোপা জিতে দেখাতে পারেনি এই বিষয়েও আছে সমর্থকদের তীব্র ক্ষোভ! সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্যন্ত গেলেও আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতার অন্যতম কারণ হলো যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ না পাওয়া। বাংলাদেশের বড় পরিসরের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি লিগ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরো বছরে মাত্র একটি মেজর ঘরোয়া লিগ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটারদের যথেষ্ট পরিমাণ অনুশীলনও হয়না, যার ফলে আন্তর্জাতিক মঞ্চে যেয়ে ভরাডুবি হয় বাংলাদেশ জাতীয় দলের।
এবার স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে একটি অতিরিক্ত টি-টোয়েন্টি আসরের আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড। গতকাল (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। সেখানেই তিনি জানিয়েছেন নতুন এই টুর্নামেন্টের সময়সূচি।
তিনি বলেছেন, ‘হাই পারফরম্যান্সের অনুশীলন চলছে, সঙ্গে টাইগার্সের প্রোগ্রাম চলছে। এটার সঙ্গে কিছু কাজ করছি এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ) নিয়ে। এনসিএলের টি-টোয়েন্টিটা হবে ডিসেম্বরের ৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত। এগুলো নিয়ে কাজ চলছে।’
এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, মোট ৮টি দল খেলবে এই আসরে। যেখানে প্রতি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি দল মোট ৭ ম্যাচ করে খেলবে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টটিতে মোট ২৯টি ম্যাচ মাঠে গড়াবে।