ডি মারিয়ার জন্যই ফাইনালে উঠতে চেয়েছেন মেসি

ডি মারিয়ার জন্যই ফাইনালে উঠতে চেয়েছেন মেসি

টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার শিরোপা জয়ের হাতছানি লিওনেল মেসি-ডি মারিয়াদের সামনে। আজ (বুধবার) চলতি আসরের সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে আরও একবার ফাইনালের মঞ্চে মেসিরা। আগামী সোমবার বাংলাদেশ সময় ৬ টায় মাঠে গড়াবে কোপার ফাইনাল। সেই ম্যাচই হবে ৩৬ বছর বয়সী আনহেল ডি মারিয়ার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ।

এবারের কোপা আমেরিকাই যে ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে তা আগেই জানিয়ে দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। গত বছর ২৩ নভেম্বর এক ইনস্টাগ্রাম পোস্টে তার বিদায়ের কথা নিশ্চিত করেছিলেন তিনি। চলতি আসর শেষে তুলে রাখতে চান তার ৭ নম্বরের জার্সিটি।

প্যারাগুয়ের বিপক্ষে ২০০৮ সালে প্রথমবার আকাশি-সাদা জার্সি গায়ে জড়িয়েছিলেন ডি মারিয়া। ১৬ বছরের ফুটবলীয় ক্যারিয়ারে নিজের পুরোটাই মাঠে নিংড়ে দিয়েছেন এই সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ফরোওয়ার্ড। এই দীর্ঘ সময়ে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক ও ফিনালিসিমা। একই সঙ্গে জিতেছেন লক্ষ কোটি ফুটবল প্রেমীদের ভালোবাসা।

আজ সতীর্থদের ভালোবাসা পেয়ে এবং তা সংবাদমাধ্যমকে বলতে যেয়ে কেঁদেছেন ডি মারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে মাঠে ঢোকার আগে লিও (মেসি) একটা বক্তব্য দেয়, যেখানে সে বলে তারা আমার জন্য ফাইনালে যেতে চায়। আমি এটা শুনে গর্বিত। এই দলটা আমাকে সবকিছু দিয়েছে।’

আজকের ম্যাচে মেসির সঙ্গে ৭৮ মিনিট পর্যন্ত দারুণ জুটি গড়েছিলেন এই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়ার। কানাডার বিপক্ষে দলের ১১ জনকে সাহস জোগাতে ডি মারিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন স্বয়ং মেসি।

সম্পর্কিত খবর