প্রধান নির্বাচকের পদ হারালেন ওয়াহাব রিয়াজ
২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই শেষ হয়েছিল পাকিস্তানের যাত্রা। এমন ভরাডুবির পর ধারণা করাই হচ্ছিল বড় কোন পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে। এবার তারই প্রতিফলন ঘটাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচকের পদ থেকে বহিষ্কার করা হলো ওয়াহাব রিয়াজকে।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্বে স্বাগতিক আমেরিকার কাছে বাজেভাবে হার দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। পরে ভারতের কাছে হারের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যায় বাবর-রিজওয়ানরা। এতে পাকিস্তানের ভক্ত-সমর্থকরা প্রশ্ন তোলে বাবর আজমের ক্যাপ্টেনসি নিয়েও।
দলে এত ভালো মানের তারকা খেলোয়াড় থাকার পরেও এমন বাজেভাবে পাকিস্তানের বিশ্বকাপ আসর শেষ হবে তা হয়ত কেউই ভাবেনি। তাইত এবার বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেটে আনা হলো বড় পরিবর্তন। আজ (বুধবার) ওয়াহাব রিয়াজ এবং সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে নির্বাচকের পদ থেকে সরানোর ঘোষণা আসে পিসিবি থেকে।
গত কয়েক সপ্তাহ আগেই পাকিস্তান জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজাককে। তবে তা বেশিদিন স্থায়ী হলো না। হতাশার বিশ্বকাপ শেষে দলের সঙ্গে রাজ্জাকের যাত্রাও এখানেই শেষ।
১৯৯২ এর ওয়ানডে বিশ্বকাপজয়ী দলটি গেল বছর ভারতের মাটিতে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারায় তাদের কাপ্তান বাবর আজম তিন ফরম্যাট থেকাই অধিনায়কত্ব ছেড়ে দেন। তবে ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আবারও পিসিবি ভরসা করেছিলে বাবরের ওপরই। তবে এবারও আশা পূরণ করতে পারলেন তিনি।