অভিষেকেই অ্যাটকিন্সনের বাজিমাত
গাস অ্যাটকিন্সনের পেস তোপে লর্ডস টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই অলআউট হলো ওয়েস্ট ইন্ডিজ। তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ১২১ রান। অ্যাটকিন্সন একাই শিকার করেছেন ৭ উইকেট!
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এদিন শুরু থেকেই নড়বড়ে ছিলেন ক্যারিবিয় ব্যাটাররা। ৬১ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করেছিল তারা।
লাঞ্চ বিরতির পর ধ্বসে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিন লাইনআপ। রানের খাতা বড় করার আগেই একে একে সাজঘরে ফিরতে থাকেন মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা। ৪২তম ওভারের চতুর্থ বলে নিজেদের সবশেষ উইকেটটিও হারায় তারা, স্কোরবোর্ডে রান তখন মাত্র ১২১।
টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছিলেন ইংলিশ পেসার গাস অ্যাটকিন্সন। অভিষেকেই করলেন বাজিমাত! তুলে নিলেন ৭ উইকেট। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে যৌথভাবে শীর্ষে লেখা হয়ে গেল তার নাম। তবে রান খরচের হিসেবে অ্যাটকিন্সন তৃতীয় সেরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট হাতে ইংল্যান্ডের সংগ্রহ ৪ ওভারে বিনা উইকেটে ১১ রান।