বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিট দল ঘোষণা

বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিট দল ঘোষণা

চলতি মাসের ১৩ তারিখ অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিট, যাকে বলা হচ্ছে এইচপি দল। মোট নয়টি দল নিয়ে হতে চলা এই টুর্নামেন্টের জন্য আজ (বুধবার) দল ঘোষণা করল বিসিবি।

এই টুর্নামেন্টটিতে টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি আরও থাকবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচও। আসরটিতে বাংলাদেশ এইচপি দল খেলবে বিগ ব্যাশের দুটি বড় ফ্র্যাঞ্চাইজি পার্থ স্কর্চার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। এছাড়াও থাকবে স্থানীয় আরও সাতটি দল।

মূলত বাংলাদেশের আগামী প্রজন্মের ক্রিকেটারদের টি-টোয়েন্টি ফরম্যাটে দক্ষ এবং প্রস্তুত করতেই এই টুর্নামেন্টে দল পাঠাচ্ছে বিসিবি। এছাড়াও এখানে আধুনিক ক্রিকেটের সব ফরম্যাটের নতুন কলাকৌশল রপ্ত করলে তা আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের ম্যাচেও কাজে আসবে বলে আশা করছে ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

ওয়ানডে স্কোয়াডঃ আফিফ হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

চার দিনের ম্যাচের স্কোয়াডঃ মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), সাদমান ইসলাম, পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

সম্পর্কিত খবর