বাজবল নামটা শুনতে নারাজ কার্টলি অ্যামব্রোস

বাজবল নামটা শুনতে নারাজ কার্টলি অ্যামব্রোস

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে যেই দলই খেলুক একটা শব্দ যেন এখন এসে যায় অনায়াসেই, বাজবল। বছর দুয়েক আগে যখন সাবেক কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম ইংলিশদের টেস্ট দলের কোচ হয়ে এলেন তখন থেকেই থ্রি-লায়নদের টেস্ট দলের সঙ্গে জুড়ে গেছে এই নামটি। তবে এমন নামটি শুনতে এবার সরাসরি আপত্তি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস।

ইংল্যান্ডের মাটিতে আজ (বুধবার) থেকে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। আগামী তিন সপ্তাহ তাই এই বাজবলের সঙ্গে সখ্যতা দেখা যাবে অনেক শিরোনামের। সেটি সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন অ্যামব্রোস। তাই তো সোজা জানিয়ে দিলেন, বাজবল নামটা তিনি শুনতে চান না।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করে ১২১ রানেই অলআউট হয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৩০ রান।

টেস্ট ম্যাচটি শুরুর আগে এক সাক্ষাৎকারে অ্যামব্রোস বলেন, ‘সত্যি বলতে বাজবলকে আমি বেশি গুরুত্ব দিই না। আগের সেই ওয়েস্ট ইন্ডিজ, আগের সেই অস্ট্রেলিয়া, সব সময়ই তাদের আক্রমণাত্মক সব খেলোয়াড় থাকত। তাই বলি কি, আক্রমণাত্মক খেলাসহ ইংল্যান্ড আজকাল যা করছে, এসব নতুন কিছু নয়।’

অ্যামব্রোসের কাছে এই বাজবল স্রেফ একটা চটকদার নাম। আর কিছুই না। ‘বাজবল একটা চটকদার নাম, তবে আমি কখনোই একটা সেকেন্ডও এটি নিয়ে ভাবিনি। আমরা জানি (অতীতে) ইংল্যান্ড ক্রিকেটটা একটু অন্য রকমভাবে খেলত; মনে হয় একটু বেশি ধীরেই খেলত। হঠাৎ করেই সেই দল আক্রমণ করে খেলার সিদ্ধান্ত নিল আর একটা নতুন নামও বানাল। আমি এটা নিয়ে কিছু শুনতে চাই না।’

সম্পর্কিত খবর