শুবমানের ব্যাটে ভর করে সিরিজে এগিয়ে গেল ভারত
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ের মাটিতে এখন অবস্থান করছে ভারত জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আকস্মিক হারের পর দ্বিতীয় ম্যাচেই দাপটের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। আজ (বুধবার) তৃতীয় ম্যাচেও হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানের জয় তুলে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল শুবমান গিলের দল।
এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল। ব্যাট হাতে দারুণ সূচনা করেন দুই ওপেনার। গিল খেলেন ৪৯ বলে ৬৬ রানের ইনিংস এবং যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে আসে ৩৬ রান। শেষে রুতুরাজের ২৮ বলে ৪৯ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ওভার শেষে ১৮২ রান জমা হয় সফরকারীদের স্কোরবোর্ডে।
জবাবে ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথম তিন ওভারেই সাজঘরে ফেরত যান তিন টপ-অর্ডার ব্যাটার। ডায়ন মায়ার্সের অপরাজিত ৬৫ রানের ইনিংসে ভর করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল জিম্বাবুয়ে। তবে ভারতের বোলিং তোপের মুখে শেষ পর্যন্ত ১৫৯ রানেই থামে তাদের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর।
এই জয়ের মাধ্যমে সিরিজে এগিয়ে গেল ভারত। সিরিজের চতুর্থ ম্যাচ ১৩ জুলাই একই মাঠে, বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ২০ ওভারে ১৮২/৪; গিল ৬৬, রুতুরাজ ৪৯; রাজা ২-২৪, মুজারাবানি ২-২৫
জিম্বাবুয়েঃ ২০ ওভারে ১৫৯/৬; মায়ার্স ৬৫*, ক্লাইভ ৩৭; সুন্দর ৩-১৫, আভেশ ২-৩৯
ফলাফলঃ ভারত ২৩ রানে জয়ী
ম্যাচসেরাঃ ওয়াশিংটন সুন্দর
বিস্তারিত আসছে...