কোপার ফাইনালে আর্জেন্টিনার সামনে কলম্বিয়া 

কোপার ফাইনালে আর্জেন্টিনার সামনে কলম্বিয়া 

কোপায় নিজেদের রাজত্ব ধরেই যেন এগোচ্ছে আর্জেন্টিনা। ২০২১ আসরে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার পর শিরোপার ধরে রাখার মিশনেও সফলের পথে আলবিসেলেস্তেরা। সেই পথে বাঁধা কেবল আর একটি, ফাইনাল। এ নিয়ে কোপায় টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছাল লিওনেল স্কালোনির দলটি। 

এদিকে বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার) সকালের ম্যাচে দ্বিতীয় সেমিতে উরুগুয়ে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। এরই মধ্যে ঠিক হয়ে গেছে কোপার শিরোপার লড়াইয়ের মঞ্চ। আগামী ১৫ জুলাই ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। 

দুই সেমি-ফাইনালের পরাজিত দল কানাডা ও উরুগুয়ে মুখোমুখি হবে তৃতীয় স্থানের লড়াইয়ে। সেই ম্যাচটি শুরু হবে আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায়। 

কোপায় কলম্বিয়ার শিরোপা কেবল একটি। ২০০১ সালে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। তবে এরপর থেকে আর ফাইনালেই উঠতে পারেনি দলটি। তবে হামেস-দিয়াজদের হাত ধরে দীর্ঘ ২৩ বছর পর আবারও এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে কলম্বিয়া। এদিকে কোপার এবারের আসরের পাঁচটি ম্যাচসহ টানা ২৮ ম্যাচে অপরাজিত আছে তারা। 

তবে ২৯তম ম্যাচেও অপরাজিত যাত্রা ধরে রাখা মোটেও সহজ হবে না। কেননা প্রতিপক্ষ যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ নিয়ে বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্ট (ফিনালিসিমাসহ) মিলিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠল মেসি-ডি মারিয়ারা। এবং আগের তিন ফাইনালেই জিতেছে আলবিসেলেস্তেরা। এতেই নিজেদের টানা চার শিরোপা জিতে কোপায় রেকর্ড ১৬টি শিরোপা নিশ্চিত করতেই নামবে লিওনেল স্কালোনির দলটি। 

সম্পর্কিত খবর