শামিকে নিয়ে ফের মুখ খুললেন হাসিন

শামিকে নিয়ে ফের মুখ খুললেন হাসিন

সর্বশেষ দুই ম্যাচ ধরে ফর্মের তুঙ্গে রয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। দুই ম্যাচে তুলে নেন নয় উইকেট। এমন পারফরম্যান্সের পর তার সুনামে মেতেছেন দলের এবং ক্রিকেট জগতের সকলেই। এমতাবস্থায় তার সহধর্মিনী হাসিন জাহানও তার প্রশংসায় পঞ্চমুখ।

দাম্পত্য জীবনে মোটেও সুখে নেই শামি। বিশ্বকাপের আগেও আদালতে ছুটতে হয়েছিল তাকে। কারণ তার স্ত্রী তার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। নির্যাতনের মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছিল শামিকে। তবে বিচারক তাকে জামিন দিয়েছেন।

বর্তমানে শামির এরকম ভালো খেলা প্রদর্শন সম্পর্কে তার স্ত্রী বলেন, “সে যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার ততই ভালো। আদালত আমার এবং আমাদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।”

ক্রিকেট নিয়ে তেমন আগ্রহ নেই হাসিনের। শামির সঙ্গে নয়’বছরের সম্পর্ক থাকলেও ইডেনে গিয়েছেন মাত্র এক বার।

“ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়। খেলা দেখি না। শামির সঙ্গে সম্পর্কে থাকার সময়েও আমি খেলা দেখতে যেতাম না।”

তবে দলের সফরে শামির সঙ্গে যাবার আগ্রহ ছিল হাসিনের। তবে সেসময় শামি তাঁকে নিয়ে যেতেন না এই অভিযোগ তুলে তিনি বলেন, “আমি শামির সঙ্গে বিদেশে যেতে চাইতাম। বাইরে খেলা থাকলে ওর সঙ্গে যেতে চাইতাম। কিন্তু আমাকে নিয়ে যেত না।”

খুব সম্ভবত আইনগত ভাবেই ছয় বছরের সম্পর্কের ইতি টানবেন শামি-হাসিন দম্পতি। হাসিনের বক্তব্যে এমনটাই প্রকাশিত হয়।

সম্পর্কিত খবর