চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত
২০১৩ সালের পর থেকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেনি। আগামী বছর এর নবম আসর বসছে পাকিস্তানে। সে টুর্নামেন্টে এই আক্ষেপটা ঘোচাতে চাইবে ভারত। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলতে আপত্তি তুলেছে দলটা। পাকিস্তানে দল পাঠাবে না ভারত, তার বদলে অন্য কোথাও ম্যাচ খেলতে চায় বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে জানানো হবে আইসিসিকে।
ভারত পাকিস্তানের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয় না ১১ বছর হয়ে যাচ্ছে। আসছে ফেব্রুয়ারির ওই আসরেও কোহলিদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুধু ক্রিকেট নয় অবশ্য অন্য খেলাতেও দল পাঠায় না ভারতের কেন্দ্র সরকার। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও এই সিদ্ধান্তে নড়চড় হচ্ছে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় এসেছেন। পাকিস্তান নিয়ে তাঁর মনোভাব এখনও আগের মতোই রয়েছে। ভারত সরকারের স্পষ্ট বক্তব্য ছিল, যতদিন না সিমান্তে জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে পাকিস্তান, ততদিন সেদেশের সঙ্গে ক্রিকেট খেলা সম্ভব নয়। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করায় বেশ চাপে পড়েছে পাকিস্তান।
বোর্ডের এক কর্তা এএনআইকে জানিয়েছেন, ‘আইসিসির কাছে বিসিসিআই সরকারিভাবে জানাবে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের ম্যাচ দুবাই অথবা শ্রীলঙ্কায় দেওয়া হয়। এর আগে এশিয়া কাপের সময়ও পাকিস্তানে যায়নি ভারত, ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ম্যাচ অন্য ভেন্যুতে করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার আইসিসির কাছেও একইরকম আবেদন জানাতে চলেছে বিসিসিআই। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে রাজি তাঁরা।’