গম্ভীরকে কত বেতন দেবে বিসিসিআই? 

গম্ভীরকে কত বেতন দেবে বিসিসিআই? 

রোহিত-কোহলিদের কোচ কে হবে এ নিয়ে শেষ পর্যন্ত আর এলো না কোনো নতুন মোড়। শুরু থেকে যাকে নিয়ে চলছিল আলোচনায় শেষ পর্যন্ত তার হাতেই থামল দায়িত্ব। মঙ্গলবার এক বিবৃতিতে গৌতম গম্ভীরকে প্রধান কোচ বানানোর বিষয়টি জানায় বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। 

অর্থের বিচারে বিসিসিআইয়ের নাম থাকে ওপরের দিকেই। সেই ভারতের প্রধান কোচ হিসেবে সুবিধাগুলোও বেশ নজরকাড়া পেয়ে থাকেন। সঙ্গে বিশাল অঙ্কের বেতন তো থাকছেই। তবে নতুন কোচ গভীর ঠিক কত টাকা বেতন পাবেন তা নিয়ে এখনও কিছু জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। 

ম্যাচ ফি বাদে ওপরের সারির ক্রিকেটার রোহিত-কোহলিরা বেতন হিসেবে পেয়ে থাকেন ৭ কোটি রুপি করে। সেখানে প্রধান কোচের বেতন থাকার কথা আরও চমকপ্রদ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রমতে, প্রধান কোচ হিসেবে এতদিন রাহুল দ্রাবিড় পেতেন ১২ কোটি রুপি করে। বেতনের বাইরে  ভারতের প্রধান কোচ বিদেশ সফরে দৈনিক ভাতা হিসেবে পান ২৫০ মার্কিন ডলার ( প্রায় ২১ হাজার রুপির) করে। এছাড়া ভ্রমণে বিজনেস ক্লাসের টিকিট, আবাসন ও লন্ড্রি ব্যয়ও বহন করে বোর্ড। তাই তো গম্ভীরের জন্যও অপেক্ষা করছে সেসব সুবিধাই।

এদিকে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘গৌতমের জন্য দায়িত্ব নেওয়াটাই বড় কথা। বেতন ও অন্যান্য বিষয়াদি নিয়ে কোনো সমস্যা হবে না। ২০১৪ সালেও এমনটা হয়েছিল, যখন রবি শাস্ত্রীকে যখন ডিরেক্টর অব ক্রিকেট করা হয়।’ সেই সূত্রে গম্ভীরের বেতনের অঙ্ক নিয়ে একটা ধারণা অবশ্য পাওয়াই যায়। ‘রবি শাস্ত্রী যে দিন কাজ শুরু করে, তখন পর্যন্ত ওর সঙ্গে চুক্তি হয়নি। ঠিক গৌতমের ক্ষেত্রেও আরও কিছু বিষয় আলাপের ব্যাপার আছে। বেতনের অঙ্কটা রাহুল দ্রাবিড়ের মতোই হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থের আধিক্যের নজির মিলেছে বিশ্বকাপের পরও। চ্যাম্পিয়ন হয়ে ভারত দল আইসিসির থেকে যেই প্রাইজমানি পেয়েছে তা ছিল ২১ কোটি ভারতীয় রুপির কাছাকাছি। তবে বোর্ড থেকে রোহিত-কোহলিরা পুরষ্কার সরূপ পেলেন ১২৫ কোটি রুপি! অর্থাৎ, আইসিসির পাঁচ গুণ বেশি। এতেই বিষয়টি যেন কার্যত এমনই, বিসিসিআইয়ের চাকরি মানেই বেতনটা হবে চমকপ্রদই।

সম্পর্কিত খবর