ইতিহাস গড়ে ফাইনালের রোমাঞ্চ ইংল্যান্ডের

ইতিহাস গড়ে ফাইনালের রোমাঞ্চ ইংল্যান্ডের

ইতিহাস গড়া হয়ে গেছে। দেশের বাইরে প্রথম বারের মতো কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে চলে গেছে ইংল্যান্ড। ইউরোর ফাইনালে দলটা খেলবে স্পেনের বিপক্ষে। এই ইতিহাস গড়ার পর ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ভাসছেন উচ্ছ্বাসে।

তবে এতেই কাজ শেষ, মনে করেন না তিনি। তার কথা, ‘ইতিহাস গড়া হয়ে গেছে, এটা দারুণ অর্জন। সব খেলোয়াড়, সব স্টাফ… সবাইকে নিয়ে আমি বেশ গর্বিত। দেশের বাইরে এসে আমরা যা করেছি, তা সত্যিই বিশেষ কিছু। এখন আমাদের মনে হচ্ছে, আমাদের আরও একটা কাজ বাকি। সেটা আমরা শনিবার শেষ করতে চাই।’

ইংল্যান্ডের এই ফাইনালে খেলার ইতিহাসটা গড়া হয়েছে শেষ সময়ে ওলি ওয়াটকিন্সের গোলে। তাকে নিয়ে কেইন বলেন, ‘আমরা তৈরি থাকার কথা বলি। আমরা এই কাজটায় খুব দক্ষ। যখন প্রয়োজন পড়ে, পাঁচ মিনিট পেতে পারেন বা এক মিনিট, কিন্তু আপনি তা দিয়েই পার্থক্য গড়ে দিতে পারবেন। ওয়াটকিন্স অপেক্ষায় ছিল। সে ধৈর্য ধরেছিল। সে যা করেছে, তা দুর্দান্ত, যোগ্য হিসেবেই করেছে।’

এবার ইংল্যান্ডের সামনে স্পেন। যারা এবারের ইউরোয় সবচেয়ে কঠিন সূচির সামনে ফাইনালে এসেছে। গ্রুপ অফ ডেথ থেকে। ফাইনালে আসার পথে তারা হারিয়েছে ক্রোয়েশিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্সকে। এবার ইংল্যান্ড পড়েছে তাদের সামনে।

এই ম্যাচ নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আরেকটা অবিশ্বাস্য কঠিন ম্যাচ সামনে। ইতিহাস গড়তে আরও একটা ম্যাচ আমাদের সামনে। আমরা রোমাঞ্চিত। আমাদের যাত্রাটা কঠিন ছিল। কিন্তু ম্যাচ আরও একটা বাকি আছে। ৯০, ১২০ মিনিট, পেনাল্টি… যাই হোক, আমরা দেখে নেব। ম্যাচটার জন্য তর সইছে না আমার।’

সম্পর্কিত খবর