কোপায় ব্যর্থতার সূত্র ধরে বরখাস্ত যুক্তরাষ্ট্র কোচ 

কোপায় ব্যর্থতার সূত্র ধরে বরখাস্ত যুক্তরাষ্ট্র কোচ 

যুক্তরাষ্ট্রে জুন-জুলাইয়ে চলছে ক্রীড়া জগতের দুই অঙ্গনের দুটি বড় আসর। সেখানে জুনে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আয়োজক দেশ হওয়ার সুবাদে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে খেলার সুযোগ পায় যুক্তরাষ্ট্র। সেখানে পাকিস্তানের বিপক্ষে জয়সহ চমক দিয়ে প্রথমবারেই সুপার এইটে উঠেছিল তারা। তবে ফুটবলটাও যখন যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই বেশ সমাদৃত সেখানে নিজেদের মাটিতে এবার কোপা আমেরিকার আসরে পুরোদস্তুর ব্যর্থ পুলিসিচরা। 

কোপার আসরের গ্রুপপর্ব শেষেই দর্শক বনে যায় যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বের তিন ম্যাচের দুটিতেই হেরে বিদায় নেয় স্বাগতিকরা। আর সেই ব্যর্থতার সূত্র ধরেই এবার বরখাস্ত হলেন তাদের কোচ গ্রেগ বারহল্টার। 

গতকাল এক বিবৃতিতে গ্রেগকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। 

দেশটির ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ম্যাট ক্রোকার জানান, ২০২৬ বিশ্বকাপকে মাথায় রেখেই দ্রুতই নতুন কোচ খুঁজতে নামবে তারা। 

এটি যুক্তরাষ্ট্র দলের সঙ্গে বারহল্টারের দ্বিতীয় মেয়াদের চুক্তি ছিল। প্রথম দফার ২০১৮ সালে দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ের কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল যুক্তরাষ্ট্র। পরে টুর্নামেন্ট শেষে দলের ফুটবলারদের সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বারহল্টার। এতেই ২০২২ সালের ডিসেম্বরের পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি ফেডারেশন। পরে গতবছরের জুনে তাকেই দ্বিতীয় মেয়াদের কোচ বানায় যুক্তরাষ্ট্র। তবে কোপার ব্যর্থতায় এবার সরাসরি বরখাস্ত হলেন ৫০ বছর বয়সী এই কোচ। 

সম্পর্কিত খবর