পিসিবির নতুন নির্বাচক কমিটিতে ইউসুফ-আসাদ 

পিসিবির নতুন নির্বাচক কমিটিতে ইউসুফ-আসাদ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপপর্বই পেরোতে পারেনি পাকিস্তান। এই ব্যর্থতার সূত্র ধরে গতকাল (বুধবার) সকালে নির্বাচক প্যানেল থেকে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার পরদিনই (আজ) নতুন নির্বাচক কমিটির ঘোষণা দিল তারা। এবারও দেশটির সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে নিয়ে নতুন নির্বাচক কমিটি গঠন করল পাকিস্তান। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল গঠন দিয়েই যাত্রা শুরু হবে ইউসুফ-আসাদের নতুন এই কমিটির। এদিকে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিই দলের নতুন কোচিং প্যানেল জেসন গিলেস্পি-গ্যারি কারস্টেনের অধ্যায়।

এদিকে পাকিস্তান দলের সাদা বলের ফরম্যাটের নেতৃত্বে থাকবেন বাবর আজম এবং টেস্ট দলের নেতৃত্বে থাকবেন শান মাসুদ।

পাকিস্তানের নতুন এই নির্বাচক কমিটিতে জায়গা হয়নি বিলাল আফজালের। অবশ্য পিসিবির নতুন একটি ভূমিকায় দেখা যাবে তাকে।

সম্পর্কিত খবর