কোপার ফাইনাল শেষেই অবসরে যাবেন মেসি?

কোপার ফাইনাল শেষেই অবসরে যাবেন মেসি?

কোপা আমেরিকার ২০২৪ চলতি আসরই হতে চলেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, এই গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই চলছে। এবারের কোপা আসর শেষেই নিজের আকাশী-সাদা জার্সিটা তুলে রাখবেন মেসি, এমনটাই বিশ্বাস করে আছেন অনেক সমর্থক। তবে আসলেই কি তাই?

বিশ্বজুড়ে মেসি ও আর্জেন্টিনার সমর্থকরা চান মেসিকে ২০২৬ বিশ্বকাপ আসরেও খেলতে দেখতে। প্রিয় খেলোয়াড় অবসরে চলে যাবেন এ কথা তো অনেকে মেনেই নিতে পারেন না। কিন্তু মেসি নিজে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও আর্জেন্টাইন গণমাধ্যম থেকে জানা গেল নতুন এক তথ্য।

আর্জেন্টাইন সাংবাদিক হোসে আরমান্দো দাবি করেই বলেছেন, কোপা আমেরিকার ফাইনালই হতে যাচ্ছে জাতীয় দলের জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় রবিবারে (কোপা আমেরিকা ফাইনাল) মেসি আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলবে। সে এটা আগে থেকে জানাচ্ছে না, যেন সবাই ডি মারিয়ার বিদায়টা ভালোমতো উদযাপন করে। তবে তার সাম্প্রতিক কথাবার্তা শুনে আমার এটাই মনে হচ্ছে যে, কোপা আমেরিকার ফাইনালই তার শেষ ম্যাচ।’

ডিপোর্তে টোটাল ইউএসএ এর এই সাংবাদিকের এতটা জোর দিয়ে একথা বলার কারণ অবশ্য লিওনেল মেসিই। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজেই ইঙ্গিত দিয়েছেন তার বিদায়ের। কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ জয়ের পর মেসি বলেছিলেন, ‘জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, সেটি উপভোগ করছি। আবারও ফাইনালে ওঠা সহজ বিষয় নয়, আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। উপভোগও করছি, এর পাশাপাশি ডি মারিয়া, ওতামেন্দির মতো আমিও মনে করছি, এটাই আমাদের শেষ লড়াই।’

১৫ জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। দেশের জার্সিতে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা তুলে ধরতে মরিয়া আলবিসেলেস্তেরা।

সম্পর্কিত খবর