এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন মারুফা

এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন মারুফা

চলতি মাসের ১৯ তারিখ পর্দা উঠছে নারী এশিয়া কাপের। স্বাগতিক হিসেবে এবার আছে শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টকে উদ্দেশ্য করে বর্তমানে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। এবার ভালো কিছুর আশাই করছে পুরো দল। আত্মবিশ্বাসে টইটম্বুর প্রত্যেকেই।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রকাশিত হয়েছে একটি ভিডিও বার্তা। যেখানে কথা বলেছেন টাইগার পেসার মারুফা আক্তার। নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সেখানে নিজের অনুভূতির কথা বলেছেন এই পেসার।

মারুফা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের এবারের প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। ভাইয়েরা (বিশ্বকাপে টাইগার পেসাররা ভালো করায়) ভালো কিছু করলে আমাদেরও ভালো লাগে, দেখে মনে হয় আমরা ভালো কিছু করব। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনার।’

এশিয়ার মোট সাতটা দেশের নারী ক্রিকেট দলের বিপক্ষে এবার খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। এই অভিজ্ঞতা কাজে লাগবে দেশের মাটিতে এই বছরই হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

সম্পর্কিত খবর