ইউরো ও কোপা আমেরিকা ফাইনাল কবে, কখন, কয়টায়
দীর্ঘ এক মাসব্যাপী লড়াই শেষে পর্দা নামার পথে ফুটবলের দুই বড় আসর। আর ম্যাচ একটি করে ম্যাচ বাকি আছে উয়েফা ইউরো এবং কোপা আমেরিকার ২০২৪ আসরের। এই দুই টুর্নামেন্টের শিরোপা কোন দুই দল তুলে ধরে তা দেখা এখন সময়ের অপেক্ষা।
ইউরোর ফাইনালে ১৪ জুলাই রবিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের এই সেরা দুই দল।
অপরদিকে কোপা আমেরিকার ফাইনাল কলম্বিয়া মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। সোমবার (১৫ জুলাই) ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
ইউরো ফাইনালঃ
স্পেন-ইংল্যান্ড
১৪ জুলাই দিবাগত রাত ১টা, অলিম্পিয়াস্টাডন স্টেডিয়াম
কোপা আমেরিকা ফাইনালঃ
আর্জেন্টিনা-কলম্বিয়া
১৫ জুলাই ভোর ৬টা, হার্ড রক স্টেডিয়াম