আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচ পরিচালনায় ব্রাজিলিয়ান রেফারি 

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচ পরিচালনায় ব্রাজিলিয়ান রেফারি 

কোপা আমেরিকার এবারের আসরে বাকি কেবল শিরোপা নির্ধারণী ম্যাচটি। ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়েই তাই পর্দা নামতে যাচ্ছে এবারের আসরের। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনের সবশেষ ধাপের সেই ম্যাচে পরিচালনার দায়িত্বে থাকবেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস। 

এক অফিশিয়াল বিবৃতিতে কোপার ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সেই বিবৃততে প্রকাশ করা হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী কানাডা-উরুগুয়ে ম্যাচের রেফারিদের নামও। 

এদিকে মেসি-হামেসদের ম্যাচে সহকারী দায়িত্বেও দুই ব্রাজিলিয়ান রেফারিকে পাচ্ছেন ক্লাউস, ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্বে থাকবেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও রেফারির দায়িত্বে আরেক ব্রাজিলিয়ান রডোলফো টস্কি। এবং সহকারী ভিএআর রেফারির দায়িত্বেও থাকবেন ব্রাজিলের দানিলো মানিস।

ফিফার রেফারি হিসেবে ক্লাউসের যাত্রা শুরু ২০১৫ সাল থেকে। এর আগে কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে দুটি ম্যাচের (ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো) দায়িত্বে ছিলেন ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। এছাড়া কোপার চলতি আসরে মেক্সিকো-ভেনেজুয়েলার ম্যাচও তিনিই পরিচালনা করেছেন। 

২০২২ সালের ১ ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-কলম্বিয়ার ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ক্লাউস। সেই ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। এবার মজার ব্যাপার হলো, সেই ম্যাচের পর থেকে টানা ২৮ ম্যাচে অপরাজিত আছে কলম্বিয়া। প্রায় আড়াই বছর পর তাই অপরাজিত যাত্রা ধরে রাখার ম্যাচে রেফারি হিসেবে ফের ক্লাউসকে পাচ্ছে হামেস-দিয়াজরা এবং প্রতিপক্ষ সেই আর্জেন্টিনা। 

সম্পর্কিত খবর