হাসপাতাল থেকে নাফিস জানালেন, ‘সুস্থ হয়ে উঠছি’

হাসপাতাল থেকে নাফিস জানালেন, ‘সুস্থ হয়ে উঠছি’

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। এক সপ্তাহ আগে নিজ বাসা চট্টগ্রামে ব্রেইন স্ট্রোক করেছিলেন দেশের এই সাবেক তারকা ক্রিকেটার। পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসে নাফিসের শারীরিক অবস্থা। তবে ঝুঁকি এড়াতে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় থাইল্যান্ডে। 

গত রোববার একই ফ্লাইটে স্ত্রী, মা ও বোনকে নিয়ে ব্যাংককে পৌঁছান নাফিস। সেখানে বামরুন গ্রান্দ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন নাফিস। ব্যাংককে যাওয়ার পাঁচদিন পর শারীরিক অবস্থার সবশেষ খবর জানালেন নাফিস নিজেই। 

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে গতকাল (বৃহস্পতিবার) নাফিস লিখেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি...আলহামদুলিল্লাহ।’

গত মাসে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গেই ছিলেন নাফিস। সফর শেষে দলের সঙ্গেই দেশে ফিরে চট্টগ্রাম যান ছুটি কাটাতে। সেখানে গত ৫ জুলাই ভোরে হঠাতই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে সিটি স্ক্যান করে চিকিৎসকরা জানান, নাফিস ব্রেইন স্ট্রোক করেছেন। 

পরে সেদিনই এয়ার অ্যাম্বুলেন্সকে করে ঢাকা আনা হলে সেখানে এমআরআই করে চিকিৎসকরা জানান, আপাতত নাফিস ঝুঁকিমুক্ত এবং স্ট্রোকটি ছিল মাইনর। তবে তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। এতেই নাফিসকে নেওয়া হয় ব্যাংককে। 

সম্পর্কিত খবর