প্রথম পেসার হিসেবে অ্যান্ডারসনের ৫০ হাজার ডেলিভারি
ক্রিকেট বিশ্বের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে চলছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচকে ঘিরে সবার নজর যেন ওই একদিকেই, জেমস অ্যান্ডারসনের দিকে। নিজের ১৮৮তম টেস্ট খেলতে নেমেছেন এই তারকা ইংলিশ পেসার এবং এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। এর আগে তো একাধিক কীর্তিতে নিজের নাম লিখিয়েছেন জিমি। প্রথম পেসার হিসেবে ছুঁয়েছেন ৭০০ টেস্ট উইকেটের মাইলফলক। এবার নিজের শেষ টেস্টেও প্রথম পেসার হিসেবে আরেক রেকর্ড বনে গেলেন ৪১ বছর বয়সী এই ডানহাতি পেসার।
লর্ডসের এই টেস্টটি যেন পেয়ে গেছে আলাদা এক নাম। ‘অ্যান্ডারসনের শেষ টেস্ট’। সেই টেস্টের দ্বিতীয় দিনে ৩১তম ওভারের পঞ্চম বলে টেস্ট ক্রিকেটে নিজের ৪০ হাজারতম ডেলিভারি করেন জিমি। যা কোনো পেসারের সর্বোচ্চ সংখ্যাক ডেলিভারির রেকর্ড। আপাতত টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের মোট বলের সংখ্যা ৪০ হাজার ১ বল।
টেস্টে সবচেয়ে বেশি ডেলিভারির তালিকায় অ্যান্ডারসনের আগে অবশ্য আছেন আরও তিনজন। তবে তারা সবাই স্পিনার।
১৩৩ টেস্টে লাল বলের ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ ৪৪ হাজার ৩৯ ডেলিভারি করেছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। সেই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ১৩২ টেস্টে ৪০ হাজার ৮৫০ ডেলিভারি করা সাবেক ভারতীয় তারকা স্পিনার অনিল কুম্বলে এবং ১৪৫ টেস্টে ৪০ হাজার ৭০৫ ডেলিভারি নিয়ে তালিকার তিনে আছেন অজি প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। এতেই তালিকার চতুর্থ অবস্থানে থাকা অ্যান্ডারসন নিজের ৪০ হাজার ডেলিভারির মাইলফলক স্পর্শ করতে নিলেন সময় নিলেন সবচেয়ে বেশি ১৮৮ টেস্ট।
এদিকে একই দিনে আরও এক রেকর্ডে নাম লিখিয়েছেন জিমি। টেস্টে ৪০ হাজার ডেলিভারির মাইলফলকের দিনে প্রথম পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ হাজার ডেলিভারির মাইলফলকটিও ছুঁলেন তিনি। এবং সেই তালিকার শুরু তিনজনও যথাক্রমে মুরালিধরন, কুম্বলে ও ওয়ার্ন।
চলতি টেস্টে দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ধুঁকছে ইনিংস ব্যবধানে হার এড়াতে। প্রথম ইনিংসে তাদের ১২১ রানের জবাবে ইংলিশরা করেছে ৩৭১ রান। পরে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৯ রান। সেখানে এখনও ১৭১ রানে পিছিয়ে ক্রিইগ ব্রাথওয়েটের দলটি।