কলম্বিয়া সমর্থকদের সঙ্গে নুনিয়েজদের বিবাদের ঘটনা তদন্তে কনমেবল
কোপার দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচটি শেষের পরপরই কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারি-হাতাহাতিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। সেই ঘটনার পরই নড়েচড়ে বসেছে টুর্নামেন্টের আয়োজকরা। ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই তদন্তে নেমেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
গতকালের নর্থ ক্যারোলিনার শার্লোটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের ম্যাচটিতে উরুগুয়েকে ১-০ ব্যবধানে প্রায় দুই যুগ পর কোপার ফাইনালে ওঠে কলম্বিয়া। ম্যাচ শেষের পরপরই হঠাত উরুগুয়ের কয়েকজন ফুটবলার তেড়ে যান কলম্বিয়া সমর্থকদের দিকে এবং জড়িয়ে পড়েন মারামারিতে।
সমর্থকদের সঙ্গে উরুগুয়ে ফুটবলারদের বিবাদের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, ডাগআউটের পাশের সিঁড়ি দিয়ে গ্যালারিতে উঠে মারামারিতে জড়িয়ে পড়েন দারউইন নুনিয়েজ, হোসে মারিয়া হিমিনেজ, চোটের কারণে ম্যাচে খেলতে না পারা রোনাল্ড আরাউহোসহ উরুগুয়ের আরও কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে সবচেয়ে ক্ষিপ্ত দেখা যায় নুনিয়েজকে। মারামারির ঘটনাটি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়েছিল না।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে আজ (শুক্রবার) ঘটনাটি নিয়ে তদন্ত করার বিষয়টি নিশ্চিত করে কনমেবল। টুর্নামেন্টের ইমেজের কোনো ক্ষতি হবে এমন কিছু মোটেও সহ্য করবে না বলে জানিয়ে দিয়েছে কনমেবল।
বিবৃতিতে কনমেবল জানায়, ‘ম্যাচের পরের ঘটনাটি ধারাবাহিকভাবে বুঝতে এবং জড়িত ব্যক্তিদের দায়ের ব্যাপারে তদন্ত শুরু করেছে কনমেবল। বৈশ্বিক এই ফুটবল উৎসবের ক্ষতি করে এমন কোনো কাজ সহ্য করা হবে না, সে বিষয়টি আমরা পুনর্ব্যক্ত করে সতর্ক করছি। আবেগের জায়গাগুলো সহিংসতায় রূপান্তর করবে এমন ঘটনা অগ্রহণযোগ্য। এই প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আচরণ সহ্য করা হবে না।’
এদিকে আর্জেন্টিনা গণমাধ্যম টিওয়াইসির এক সূত্রমতে, কনমেবলের তদন্তের তালিকায় আছেন ১০ জন ফুটবলার।