লঙ্কানদের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা 

লঙ্কানদের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই আইসিসির ইভেন্টগুলোতে পুরোদস্তুর ব্যর্থ শ্রীলঙ্কা। সেবার পয়েন্ট তালিকায় নয়ে থেকে প্রথমপর্ব শেষ করায় তারা যোগ্যতা অর্জন করতে পারেনি ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় লঙ্কানরা। তারই সূত্র ধরে এবার তাদের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে সাদা বলের এই ফরম্যাটে হাসাঙ্গার হাতে দায়িত্ব থামায় লঙ্কানরা। লক্ষ্য ছিল মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপই। তবে সেখানে দলের ব্যর্থতায় ছয় মাস পেরোতেই দায়িত্ব ছাড়েন ২৬ বছর বয়সী এই লেগ স্পিনার। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে কিছু জানাননি লঙ্কানদের এই তারকা অলরাউন্ডার। তবে দলের বৃহত্তর স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন হাসারাঙ্গা বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। 

হাসারাঙ্গার নেতৃত্বে ১০টি টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে ছয়টি ম্যাচে জিতেছে তারা। হেরেছে চারটি ম্যাচে, যার তিনটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

চলতি মাসেই ঘরের মাটিতে চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের বাকি আর পুরো দুই সপ্তাহ। তবে এখনও সিরিজের জন্য দল ঘোষণা করেনি লঙ্কানরা। এর মধ্যে দায়িত্ব ছাড়লেন হাসারাঙ্গা। তাই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে হবে এসএলসি-কে। 

 

সম্পর্কিত খবর