‘নির্বাচক কমিটিতে থাকতে পারাটা সম্মানের ছিল’
হতাশাজনক বিশ্বকাপ সফর শেষ হওয়ার পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবি দেখেছে দলটি। দলের এমন করুণ পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিয়ে বুধবার নির্বাচক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। গতকাল (বৃহস্পতিবার) নতুন দুই সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
ওয়াহাবের বহিষ্কার প্রসঙ্গে এই প্রথমবার মুখ খুললেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে নিজের অনুভূতি ও মতামত জানালেন তিনি। পোস্টের শুরুতেই তিনি কিছুটা ইঙ্গিতপূর্ণ বাক্য দিয়ে নিজের কথা শুরু করেছেন, ‘আমি অনেককিছুই বলতে পারি। তবে আমি দোষের অংশ হতে চাই না।’
তার এই কথা দ্বারা ওয়াহাব ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করেছেন তা স্পষ্টভাবে জানাননি। তবে এর পরে তিনি বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তাকে এই সুযোগটি দেয়ার জন্য। ওয়াহাব বলেন, ‘পিসিবিতে নির্বাচক কমিটির সদস্য হিসেবে আমার সময় শেষ হতে যাচ্ছে। আমি আমার ভক্তদের জানাতে চাই যে খেলাটি আমি পছন্দ করি, সেটা বিশ্বাস এবং ভরসার সঙ্গে পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য শতভাগ দিয়েছি।’
পাকিস্তান ক্রিকেটের সুন্দর ভবিষ্যৎ কামনা করে ওয়াহাব আরও বলেন, 'নির্বাচক প্যানেলে কাজ করা আমার জন্য সম্মানের। সাত সদস্যের এই নির্বাচক প্যানেলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয়াটা সম্মানের বিষয়। সবার ভোটকেই সেখানে সমান গুরুত্ব দেয়া হয়েছে। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি পাকিস্তান ক্রিকেটের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।'