‘ব্যাংক হলিডে’ চান ইংল্যান্ড সমর্থকরা
উয়েফা ইউরো ২০২৪ আসরের ফাইনালের মঞ্চে পৌঁছে গেছে ইংল্যান্ড। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে মাঠে নামছেন হ্যারি কেইনরা। আগের আসরে ইতালির বিপক্ষে হারের স্বাদ হজম করলেও এবার স্পেনকে হারাতে প্রস্তুত গ্যারেথ সাউথগেটের দল।
ইংল্যান্ড এবার ইউরোর শিরোপা ঘরে তুলে নিলে পরদিন ব্যাংক হলিডে বা দিনব্যাপি সরকারি ছুটি দাবি করেছে ইংলিশ সমর্থকরা। এ বিষয়ে একটি পিতিশন প্রচারিত হয়েছে এবং ফাইনালের আগে এতে সমর্থকদের স্বাক্ষর করতেও উৎসাহিত করা হচ্ছে।
‘ব্যাংক হলিডে’ বলতে বোঝায় ইংল্যান্ডের জাতীয় ছুটির দিন। যুক্তরাজ্যে পাব্লিক ছুটির দিনকে এই নামে আখ্যায়িত করা হয়। সমস্ত সরকারি ছুটি এর মধ্যে অন্তর্ভুক্ত। সমর্থকরা এ ছুটি চাচ্ছে কারণ ইংল্যান্ড শিরোপা জয় করলে যাতে তারা পরদিন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে।
উল্লেখ্য যে, ইউরোর ইতিহাসে ইংল্যান্ড কখনোই শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। সবশেষ ২০২০ আসরে সর্বোচ্চ ফাইনালের মঞ্চে খেলেছিল তারা, সেবার ১-১ গোলের সমতার পর পেনাল্টিতে যেয়ে ইতালির কাছে পরজিত হয় ইংলিশরা।