অ্যান্ডারসনের বিদায় ছুঁয়ে গেল মুশফিক-শান্তদেরও
টেস্ট ক্রিকেটে অমরত্ব তকমা নিয়েই যেন বিদায় নিলেন জেমস অ্যান্ডারসন। যেখানে পেসার মানেই একের পর এক চোটের বাঁধা, সেখানে ডানহাতি পেসার হিসেবে ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ার যেন খেলার প্রতি আবেগের অনন্য এক নিদর্শন। গতকাল লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের প্রথম টেস্ট শেষ হয় তৃতীয় দিনের প্রথম সেশনেই। সেখানে ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে জেতে ইংলিশরা। আর এই ম্যাচ দিয়েই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন জিমি।
১৮৮ টেস্ট, ৪০ হাজার ৩৭ ডেলিভারি এবং ৭০৪ উইকেটের মালিক বনে দিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় দিলেন অ্যান্ডারসন। একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০-এর বেশি উইকেটের মালিক ৪১ বছর বয়সী এই ইংলিশ পেসার, সার্বিকভাবে আছেন মুরালি ও ওয়ার্নের পরেই।
টেস্টের ক্রিকেটের এই কিংবদন্তিকে গতকাল থেকেই নানাভাবে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেট বিশ্বের আরও সব তারকারা। সেই যোগ দিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
গতকাল সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মুশফিকুর রহিম লিখেন, ‘দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য জিমি অ্যান্ডারসনকে অভিনন্দন! আপনার শুভ অবসর কামনা করছি। আপনি সত্যিকারের একজন কিংবদন্তি।’
এদিকে ফেসবুকের স্টোরিতে অ্যান্ডারসনের ছবি পোস্ট করে তার অবসরের জন্য শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
জিমি যখন ২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম টেস্ট খেলতে নামেন তখন শরিফুলের বয়স ছিল সবে দুই। তাই তো শৈশব বা কৈশোরে জিমিকে হয়তো কোনো না কোনোভাবে অনুসরণ করেছেন বাংলাদেশের এই তারকা পেসার। তাই তো কিংবদন্তির বিদায়ে সম্মান জানাতে ভুললেন না তিনিও।
ফেসফুকের এক পোস্টে শরিফুল লিখেন, ‘সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন। সবকিছুর জন্য কিংবদন্তি আপনাকে (অ্যান্ডারসন) ধন্যবাদ। অবসরের শুভকামনা।’