ইংল্যান্ডের ভরাডুবিতে ‘বাজবলের’ দায় দেখেন শোয়েব
ইংল্যান্ডের নতুন ঘরানার টেস্ট ‘বাজবল’ বেশ সারা ফেলেছে ক্রিকেট বিশ্বে। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে টেস্টে বেশ সাফল্যও পাচ্ছে দলটি। তবে চলতি ওয়ানডে বিশ্বকাপে দলটির এমন ভরাডুবির পর ঘুরে ফিরে প্রশ্ন উঠছে সেই বাজবল নিয়েই।
সমালোচকদের একটা বড় অংশের দাবি ওয়ানডে ক্রিকেটেও বাজবল অনুসরণ করে সাফল্য পেতে চেয়েছিল দলটি। আর সে কারণেই বিশ্বমঞ্চে এমন ভরাডুবি হয়েছে তাদের।
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারেরও দাবি এমনটাই। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণের পর দলটির খেলার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন আখতার। নিজের ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডের দুর্বল পরিকল্পনাকে দায়ী করেছেন তিনি।
আখতার বলেন, ‘ভারত খুব বাজেভাবে ইংল্যান্ডকে হারিয়েছে। ইংল্যান্ড বাজেভাবে পরাজিত হয়েছে কারণ তারা এমন একটি ব্র্যান্ডের ক্রিকেট খেলছে যেখানে তারা টি-টোয়েন্টি ক্রিকেটকে ওয়ানডেতে নিয়ে এসেছে। কে ইনিংস গড়বে, কে রান করবে, কে ইনিংস গড়বে এবং কে স্লগ করবে, সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই।’
বিশ্বকাপ থেকে বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় যে আর সবার মতো তাকেও ব্যথিত করেছে সেটাও জানিয়েছেন তিনি, ‘ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে দেখে আমি খুবই হতাশ। টেস্ট ম্যাচে বজবল ঠিক আছে, তবে ওয়ানডে আপনাকে ওয়ানডের মতোই খেলতে হবে।’