কোপার নিরাপত্তা নিয়ে বিয়েলসার ক্ষোভ 

কোপার নিরাপত্তা নিয়ে বিয়েলসার ক্ষোভ 

কলম্বিয়া-উরুগুয়ের ম্যাচের পরে ঘটে যাওয়া সেই মারামারির ঘটনা নিয়ে আলোচনা যেন থামছেই না। কোপার এবারের আসরে সেমি-ফাইনালের সেই ম্যাচের পরপরই গ্যালারিতে থাকা কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলার। সেই ঘটনার পর উরুগুয়ে ডিফেন্ডার হিমিনেজ জানিয়েছিলেন, মূলত পরিবারের সদস্যদের রক্ষা করতেই গ্যালারিতে উঠে পড়েছিলেন তারা, যেহেতু সেখানে কোনো পুলিশ ছিল না। 

সেই ঘটনার পরদিনই এক বিবৃতিতে বিষয়টি তদন্তের কথা জানায় কনমেবল। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সূত্রমতে, কনমেবলের তদন্তের তালিকায় আছেন ১০ জন ফুটবলার। যারা স্বাভাবিকভাবেই উরুগুয়ের ফুটবলার। তবে কনমেবলের তদন্তের রিপোর্ট দেওয়ার আগে এবার উল্টো প্রশ্ন তুললেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। মূলত ম্যাচটির নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই আর্জেন্টাইন কোচ। 

রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার বিপক্ষে নামবে উরুগুয়ে। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোপায় নিরাপত্তা নিয়ে বিয়েলসা বলেন, ‘গ্যালারির দর্শকদের নিরাপত্তার দায়িত্ব কাদের, তা আপনারা জানেন। আপনাদের জিজ্ঞেস করা উচিত, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ফুটবলারদের কাছে ক্ষমা চেয়েছে কিনা।’ 

বিয়েলসার মতে গ্যালারিতে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের উদ্বিগ্নতা থেকেই এমন ঘটনায় জড়িয়ে পড়েছিল ফুটবলাররা। ‘আপনি কীভাবে মা, বোন কিংবা সন্তানকে রক্ষা না করে থাকবেন? যদি তারা তা না করত, তবে আমরা সবাই তাদের নিন্দা করতাম।’

এদিকে ফুটবলারদের তাক করে কনমেবলের তদন্তে নামার বিষয়টি অপমানজনক বলেও দাবী করেন বিয়েলসা। ‘নিষেধাজ্ঞা ফুটবলারদের বিরুদ্ধে নয়, বরং যারা এমনটা করতে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে হওয়া উচিত। এটা অপমানজনক।’ 

সম্পর্কিত খবর