অ্যান্ডারসনকে বিদায়ী বার্তা জানাতে গিয়ে বাবরের ভুল
ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেলেছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী এই বোলার থেমেছেন ৭০৪ উইকেট নিয়ে। বিদায়বেলায় অনেক রথী-মহারথীর শুভেচ্ছাই পেয়েছেন তিনি।
পেলেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজমেরও। তবে তা করতে গিয়ে বাবর একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন। এরপর তা বুঝতে পেরে তা সরিয়েও দিয়েছেন তিনি।
ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ বলটা গতকাল করেছেন অ্যান্ডারসন। শেষ ইনিংসেও ৩ উইকেট নিয়েছেন তিনি। শেষ উইকেটটা যা নিয়েছেন, তাতেও ছিল তার ট্রেডমার্ক সুইং। এই সুইং দিয়েই জগতজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি।
বাবর ভুলটাও করেছেন এখানেই। তার প্রথম পোস্টে তিনি বলেছেন, অ্যান্ডারসনের ‘কাটারের’ মুখোমুখি হয়েছিলেন তিনি।
বাবর তার এক্সে লিখেন, ‘আপনার কাটারের মুখোমুখি হতে পারাটাও সম্মানের বিষয় ছিল। সুন্দর খেলাটা তার এক কিংবদন্তির শূন্যতায় ভুগবে। খেলাটায় আপনার পদচারণা সবসময়ই ছিল স্মরণীয় বিষয়। সর্বকালের সেরা, আপনার জন্য রইল অগাধ শ্রদ্ধা।’
পোস্টটা করেই বিপদে পড়ে যান বাবর। নেটিজেনদের ঠাট্টা-বিদ্রুপের শিকার বনে যান। এরপরই তিনি তার পোস্ট সরিয়ে নেন।
পরে তিনি পোস্ট করেন, ‘আপনার সুইংয়ের মুখোমুখি হতে পারাটাও সম্মানের বিষয় ছিল। সুন্দর খেলাটা তার এক কিংবদন্তির শূন্যতায় ভুগবে। খেলাটায় আপনার পদচারণা সবসময়ই ছিল স্মরণীয় বিষয়। সর্বকালের সেরা, আপনার জন্য রইল অগাধ শ্রদ্ধা।’
টেস্টে বাবর জেমস অ্যান্ডারসনের মুখোমুখি হয়েছেন ২০১৮, ২০২০ ও ২০২০ এই তিন বছরে। তার বল খেলেছেন ১৫৮টি। রান করেছেন ৮৮। আউট হয়েছেন দুবার। ২০২০ সালেই সে দুবার আউট হয়েছেন তিনি।