জন্মদিনটা ইউরো জিতেই উদযাপন করতে চান ইয়ামাল
এবারের ইউরো আসরে স্পেনের হয়ে আলো ছড়িয়েছেন বিস্ময় বালক লামিন ইয়ামাল। চলতি টুর্নামেন্টে তিন অ্যাসিস্ট করলেও গোলের দেখা পাচ্ছিলেন না ইয়ামাল। অবশেষে সেমিফাইনালে স্পেনের হয়ে স্কোরশিটে নাম তোলেন তিনি। তার এই গোল স্পেনকে ফাইনালে উঠতে সাহায্য করে। তখন ১৬ বছর বয়সী ইয়ামাল নাম লেখান ইতিহাসের পাতাতেও। ইউরোতে সবচেয়ে কম বয়সী গোলদাতা বনে যান তিনি।
সেই ইয়ামাল আজ ১৩ জুলাই ১৭ বছর পূরণ করলেন। তবে তাকে তার জন্মদিন উদযাপনের জন্য অপেক্ষা করতে হবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত। কারণ তার দল এখন ব্যস্ত ইউরো ফাইনাল ম্যাচের প্রস্তুতি নিয়ে।
ইয়ামাল এক স্পেন ভিত্তিক এক গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি আমার মাকে বলেছি, আমি কোন উপহার চাই না। আমি শুধু মাদ্রিদে আমার সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপন করতে চাই। বিমানবন্দর থেকে স্পেনের রাস্তায় থাকা সবার সাথে উদ্যাপন করাটা পাগলাটে ব্যাপার হবে। সবাই আনন্দে মাতোয়ারা হয়ে থাকবে। অবিশ্বাস্য এক উচ্ছ্বাস নিয়ে সেখানে হাজির হবো আমরা।’
এই বিস্ময় বালকের জন্মদিনের আগে তার ১৭ বছর আগের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০০৭ সালে তোলা সে ছবিতে দেখা যায় বিশ্বকাপ জয়ী খেলোয়াড় লিওনেল মেসির কোলে ইয়ামাল। তবে মেসি যখন এই ছবি তুলেছিলেন তখন তিনি ছিলেন উদীয়মান খেলোয়াড়।
সে দুজন একই দিনে আবারও শিরোনাম হয়েছেন। ইউরোর সেমিফাইনালে গোল করে ম্যাচসেরা হয়েছেন ইয়ামাল। আর তার ঘণ্টা তিনেক পরে মেসি গোল করে আর্জেন্টিনাকে তুলেছেন কোপা আমেরিকার ফাইনালে, তিনিও বনেছেন ম্যাচসেরা। দুজনের সামনেই এবার শিরোপা জেতার হাতছানি।