জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ ভারতের
সদ্য বিশ্বকাপ জেতা ভারত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় এক ধাক্কাই খেয়েছিল। ১১৬ রান তাড়া করতে নেমে হেরেছিল ১৩ রানে।
তবে সে ধাক্কাটা বিশ্বচ্যাম্পিয়নরা ভালোভাবেই সামলেছে। পরের ম্যাচে জিতেছে তো বটেই, জয়ের হাসি হেসেছে তার পরের ম্যাচেও।
এবার চতুর্থ ম্যাচেও তুলে নিয়েছে বিশাল জয়। জিম্বাবুয়েকে ১৫২ রানে আটকে দিয়ে এই রান টপকে গেছে ১০ উইকেট আর ২৬ বল হাতে রেখেই। তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও জিতে গেছে শুভমান গিলের দল।
হারারেতে আজ সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে ভারত। জিম্বাবুয়ে অবশ্য শুরুটা করেছিল বেশ ভালো। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে আর তাদিওয়ানাশে মারুমানি মিলে ওপেনিং জুটিতে আনেন ৬২ রান। মাধেভেরে ২৫ আর মারুমানি করেন ৩২।
সে শুরুটা জিম্বাবুয়ে অবশ্য ধরে রাখতে পারেনি। পরের ব্যাটারদের মধ্যে এক সিকান্দার রাজাই খেলেন বলার মতো ইনিংস। তার ২৬ বলে ৪৮ রানের ইনিংসে ভর করেই শেষমেশ ১৫২ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।
নিখাদ ব্যাটিং উইকেটে সেটা যে যথেষ্ট ছিল না, তা শুরু থেকেই বুঝিয়ে দেন শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল। তাদের এ জুটির কোনো জবাবই দিতে পারেননি জিম্বাবুইয়ান বোলাররা।
দুজন ওপেন করতে নেমে ক্ষান্ত হন দলকে জিতিয়ে। জয়সওয়াল ৫৩ বলে ৯৩ আর শুভমান অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৮ রান করে। দুজন মিলে ১৫৬ রান তোলেন ৯২ বল খরচায়। যার ফলে ভারতকেও জিততে তেমন বেগ পেতে হয়নি।