কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় উরুগুয়ে
কোপা আমেরিকার ইতিহাসের সর্বোচ্চ ১৬তম শিরোপার স্বপ্ন নিয়েই এবারের আসরে নেমেছিল উরুগুয়ে। তবে সেমিতে কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তুত আরও এক আসর অপেক্ষা করতে হবে উরুগুইয়ানদের। এতেই সান্ত্বনা পুরষ্কার হিসেবে তাদের সামনে ছিল কানাডাকে সহজেই হারিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা। তবে আসরের শুরু থেকেই কানাডা দেখিয়ে আসছে চমক। নিজেদের প্রথম আসরেই তারা পৌঁছে যায় সেমিতে। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দাপট দেখাল তারাই। ম্যাচের ৯০তম মিনিট পর্যন্তও ২-১ ব্যবধানে এগিয়ে ছিল কানাডা। সেখানে যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ এক গোলে উরুগুয়ের মান বাঁচান লুইস সুয়ারেজ।
পরে ম্যাচের মূল ৯০ মিনিট শেষে স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে এবার আর পেরে উঠল না জোসে মার্শের দলটি। টাইব্রেকারে কানাডাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোপায় তৃতীয় হলো মার্সেলো বিয়েলসার দলটি।
টাইব্রেকারে কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিসের শট মিসেই কপাল খুলে উরুগুয়ের। জবাবে সবগুলো শট জালে জড়ায় সুয়ারেজ-ভালভার্দেরা।
শার্লোটের ব্যাংক অব স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাচের অষ্টম মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলটি জালের ঠিকানায় পৌঁছে দেন মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুর। এদিকে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি কানাডা। ২২তম মিনিটেই দলটির হয়ে সমতাসূচক গোলটি করেন ইসমায়েল কোনে।
প্রথমার্ধ শেষ হয় সেই ১-১ ব্যবধানের ড্র দিয়েই। পরে দ্বিতীয়ার্ধে এসে একসময় মনে হচ্ছিল এই ব্যবধানেই শেষ হবে মূল ৯০ মিনিট। তবে ৮০তম মিনিটে এসে গোল করে বসেন কানাডিয়ান ফরোয়ার্ড জনাথন ডেভিড এবং দলটি স্বপ্ন বুনে ইতিহাসের। তবে স্বপ্ন শেষ সুয়ারেজের দুই শটে। প্রথমটি ম্যাচের ৯০+২ মিনিটে গোল করে সমতায় আনেন সাবেক এই বার্সা ফরোয়ার্ড। পরে টাইব্রেকারেও শেষ এবং নির্ধারণী শটটি আসে তার পায়েই।
এ নিয়ে কোপার টানা দুটি ম্যাচ টাইব্রেকারে জিতল উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের মূল ৯০ মিনিট গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ম্যাচ জেতে মার্সেলো বিয়েলসার দলটি। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তারা জিতল টাইব্রেকারে।