দিল্লিং থেকে বিদায় পন্টিংয়ের
আইসিসির ট্রফি বিচারে সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং। তার নেতৃত্বে দুটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া, যা অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। তবে কোচ পন্টিং যেন পুরোদস্তুর ব্যর্থ। সাত বছরের আইপিএলের ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকে এনে দিতে পারেননি কোনো শিরোপা। এতেই দলটি নিল বড় সিদ্ধান্ত। প্রধান কোচের পদে তারা আর রাখছে না পন্টিংকে।
শনিবার এক অফিশিয়াল বিবৃতিতে বিষয়টি জানায় দিল্লি ক্যাপিটালস। তবে পন্টিংয়ের উত্তরসূরি হিসেবে এখনও কারো নাম প্রকাশ করে দলটি।
আইপিএলে ২০১৮ আসরে দিল্লির দলে কোচ হয়ে আসেন পন্টিং। তবে এই অজি কিংবদন্তির কোচিংয়ে শুরুটা ভালো হয়নি তৎকালের দিল্লির ডেয়ারডেভিলসের। সেবার তারা আসর শেষ করেছিল তলানিতে থেকে। তবে পরের তিন মৌসুমেই ঘুরে দাঁড়ায় দলটি। ২০১৯, ২০২০, ২০২১, টানা তিন আসরেই দিল্লি খেলে প্লে-অফে। এর মধ্যে ২০২০ আসরে ফাইনালে পৌঁছালেও সেবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হয় তাদের।
পরের আসর থেকে ফের ব্যর্থতা জেঁকে বসে দিল্লি ক্যাপিটালসে। ২০২২ থেকে সবশেষ ২০২৪ আসর পর্যন্ত কোনোটিতেই প্লে-অফে পৌঁছাতে পারেনি তারা। এতেই পন্টিংয়ের ওপর আস্থা হারাল ফ্রাঞ্চাইজিটি। ধারণা করা হচ্ছে, ২০২৫ আসরের মেগা নিলামের আগে দলকে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবেই এমন সিদ্ধান্ত দিল্লির।
এদিকে পন্টিং দায়িত্ব হারালেও ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী, সহকারী কোচ প্রভিন আমরে, বোলিং কোচ জেমস হোপস এবং ফিল্ডিং কোচ বিজু জর্জ বহাল আছেন নিজেদের দায়িত্বেই।