ট্রাম্পের ওপর হামলা, কী প্রভাব পড়বে কোপা আমেরিকার ফাইনালে?

ট্রাম্পের ওপর হামলা, কী প্রভাব পড়বে কোপা আমেরিকার ফাইনালে?

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ চলছে তখন। কানাডা আর উরুগুয়ে লড়ছে সমানে সমানে। ঠিক তখন প্রায় ৬০০ কিলোমিটার দূরে পেনসিলভেনিয়ায় ঘটে গেল এমন এক ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। 

নির্বাচনী প্রচারণার সময়ে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। এটা ঘটেছে এমন এক দিনে, যার পরের দিনই মাঠে গড়ানোর কথা কোপা আমেরিকার ফাইনালের। তাই প্রশ্ন উঠে যাচ্ছে, কোপা আমেরিকার ফাইনালে এর কোনো প্রভাব পড়বে না তো?

কোপা আমেরিকার ফাইনাল হবে বাংলাদেশ সময় আগামীকাল সকালে। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালের পর উরুগুয়ের খেলোয়াড়রা চলে গিয়েছিলেন দর্শকদের সারিতে। উরুগুয়ের খেলোয়াড়রা বলেছেন, তারা তাদের পরিবারকে নিরাপদ রাখতে ওখানে উঠে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীরা সেখানে দর্শকদের সামলাতে পৌঁছেছিলেন এক ঘণ্টা দেরিতে। 

এরপরও ফাইনালে বাড়তি নিরাপত্তাকর্মী মোতায়েনের ভাবনা ছিল না কনমেবলের। তবে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার পর থেকে খানিকটা নড়েচড়েই বসতে হচ্ছে আয়োজকদের। ফাইনালে বাড়তি নিরাপত্তার জন্য পদক্ষেপ ইতোমধ্যেই নিয়েছে সংস্থাটি।

আয়োজকরা জানিয়েছেন ফাইনালের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের আশেপাশে কাউকেই ভিড়তে দেওয়া হবে না। স্টেডিয়ামের আশেপাশে কিংবা পার্কিং লটের কোথাও কোনো ওয়াচ পার্টিও আয়োজন করা যাবে না বলে জানিয়েছে কনমেবল।  

এছাড়াও মেসি যে ম্যাচে খেলছেন, সে ম্যাচে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল টুর্নামেন্টের শুরু থেকেই। ফাইনালে মেসি খেলছেন। তাই এখানেও সেসব নিরাপত্তা ব্যবস্থার উপস্থিতি থাকছে। 

সম্পর্কিত খবর