পাকিস্তান সফর নিয়ে আপত্তি তুললেন হরভজনও
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে আছে পাকিস্তান। তবে বরাবরের মতোই পাকিস্তানে খেলতে যেতে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআই থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে, খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তানে দল পাঠাবে না তারা। এবার একই কথা বললেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
হরভজন বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে তবে আমরা দল পাঠাব না। যদি খেলতে চান খেলুন, নাহলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’
ভারত দলের পাকিস্তানের মাটিতে খেলতে না চাওয়ার নজির এই প্রথম না। আগেও এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করেছিল বিসিসিআই। সেবার ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। কিন্তু এবার হাইব্রিড মডেলে ভেন্যু নির্বাচনের ব্যবস্থা না থাকায় ভারতের খেলা নিয়ে এখনো আছে শঙ্কা।
শেষ পর্যন্ত ভারত পাকিস্তানে যেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না গেলে হয়তো রোহিত-কোহলিদের ছাড়াই হবে এবারের আসর। তবে ভারত দল ব্যতীত কোন আইসিসি ইভেন্ট হওয়াটা দর্শকরাও মেনে নিতে পারছেন না। ক্রিকেটের অধিকাংশ সমর্থক ও দর্শক ভারত দলের খেলাটাই আগ্রহ নিয়ে দেখে থাকে, সেখানে ভারতই যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকে তাহলে আসরটি সেভাবে জমে উঠবে না বলেও আশঙ্কা করা হছে।
২০১৭ সালের পর এই প্রথম দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটির নবম আসরের। এবার যেখানে অংশগ্রহণ করবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের সেরা আট দল।