কোপার ফাইনালে পরিবর্তন আসবে আর্জেন্টিনা একাদশে?

কোপার ফাইনালে পরিবর্তন আসবে আর্জেন্টিনা একাদশে?

কোপা আমেরিকার ফাইনালের আগে আর্জেন্টিনা তাদের শেষ অনুশীলন সেশনটাও শেষ করে ফেলেছে। টুর্নামেন্টের ফাইনালের আগে দলটা খানিকটা ভিন্ন ট্যাকটিকাল বিষয় নিয়ে কাজ করেছে কোচ লিওনেল স্কালোনির অধীনে। 

অনুশীলন সেশনে নিয়মিত একাদশের খেলোয়াড়দের সঙ্গে বেঞ্চের খেলোয়াড়দের মিশেলে দল গড়ে খেলিয়েছেন। উদ্দেশ্যটা পরিষ্কার। একাদশটা যেন ফাঁস না হয়ে যায়, তাতে প্রতিপক্ষ কলম্বিয়া বেশ খানিকটা সুবিধা পেয়ে যেতে পারে।

টিওয়াইসি স্পোর্টস অবশ্য একটা সম্ভাব্য একাদশ জানিয়েই দিয়েছে অনুশীলনের সময় কোচের প্রাধান্য বিচার করে। সংবাদ মাধ্যমটির আর্জেন্টিনা প্রতিবেদক গাস্তন এদুল জানাচ্ছেন, নিকলাস ওতামেন্দি ফিরতে পারেন একাদশে। তাকে নেওয়ার উদ্দেশ্য মূলত কলম্বিয়ার সেট পিস দক্ষতাকে সামলানো। 

এনজো ফার্নান্দেজের জায়গায় কোচ স্কালোনি খেলাতে পারেন লিয়ান্দ্রো পারেদেসকে। তাকে দলে আনার উদ্দেশ্য হতে পারে মাঝমাঠে কলম্বিয়ার শারীরিক ফুটবলের জবাব দেওয়া। তবে সেমিফাইনালের একাদশটাকে ফাইনালেও নামিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ–
এমি মার্তিনেজ
মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্রো/ওতামেন্দি, তালিয়াফিকো
দে পল, এনজো/পারেদেস, ম্যাক অ্যালিস্টার
মেসি, আলভারেজ, দি মারিয়া

সম্পর্কিত খবর