এখনও সুযোগ আছে বাংলাদেশের!

এখনও সুযোগ আছে বাংলাদেশের!

খালি চোখে দেখলে সবার আগে বিশ্বকাপ শেষ হয়েছে বাংলাদেশের। সাথে যোগ দিয়েছে ইংল্যান্ডও। তেমনি কাগজে কলমে একমাত্র দল হিসেবে সবার আগে সেমিও নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। অবাক করার মতো ব্যাপার হচ্ছে গাণিতিকভাবে হিসেব করলে সেমি ফাইনালিস্টের বাকি তিনটা পজিশনের জন্য সুযোগ আছে নয় দলের জন্যই।

দশ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সাউথ আফ্রিকা কিংবা আট পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াও এখনও সেমি থেকে হোঁচট খাওয়ার সুযোগ আছে। গাণিতিকভাবে চিন্তা করলে সবই সম্ভব। ছয় ম্যাচে ছয় জয় পাওয়া স্বাগতিকরা সবার ওপরে। তাদের বাদ পড়ার বিন্দুমাত্রও সুযোগ নেই।

নিচ থেকে শুরু করা যাক। টেবিলের একদম তলানিতে থাকা বাংলাদেশ এবং ইংল্যান্ডের পয়েন্ট মাত্র দুই করে। দুই দলের বাকী তিনটা করে ম্যাচ। তিন ম্যাচই জিততে পারলে পয়েন্ট হবে আট করে। সেক্ষেত্রে ওপরের দল গুলোর হারের কামনা তো করতেই হবে সেই সাথে তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকেও।

দুইয়ে থাকা সাউথ আফ্রিকার ছয় ম্যাচে হার মাত্র একটা। ১০ পয়েন্ট নিয়েও তাদের বাদ পড়ার সম্ভাবনা আছে এখনো। সেক্ষেত্রে ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের কাছে তাদের হারতে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তাদের বাকী তিন ম্যাচ জিতলেই তারা সেমিতে যাবে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তাদের অবশিষ্ট চার ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১২। আর সেক্ষেত্রে কপাল পুড়বে সাউথ আফ্রিকার।

তেমনি সমান ছয় ম্যাচে চারটা করে জয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের। তাদের পয়েন্ট আট করে। তাদের নিচে থাকা শ্রীলঙ্কা-আফগানিস্তান-পাকিস্তান এবং নেদারল্যান্ডসের পয়েন্ট চার করে। এর মাঝে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান খেলেছে পাঁচটা করে ম্যাচ। ছয় ম্যাচ করে খেলেছে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। এছাড়াও যাদের পয়েন্ট চার করে, তারা যদি পরের তিন ম্যাচ ছয় পয়েন্ট অর্জন করতে পারে সেক্ষেত্রে তাদেরও সুযোগ থকবে। তবে আসবে নেট রানরেটের হিসেব।

সম্পর্কিত খবর