ফাইনালের আগে যে বার্তা দিল আর্জেন্টিনা ফুটবল

ফাইনালের আগে যে বার্তা দিল আর্জেন্টিনা ফুটবল

কোপা আমেরিকার শিরোপা রক্ষার চূড়ান্ত লড়াইয়ে কাল মাঠে নামবে আর্জেন্টিনা। এই ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
এই ফাইনালের আগে দল শেষ সময়ের প্রস্তুতি সেরে ফেলেছে। শেষ অনুশীলন সেশনটা শেষ করে দলের সবাইকে নিয়ে তোলা হয়েছে একটা গ্রুপ ছবি।
কালকের ম্যাচটা একটু আলাদা একটা পরিস্থিতি নিয়ে আসছে আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনার সর্বজয়ের নায়ক আনহেল দি মারিয়া জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা খেলবেন কাল সকালে।
তবে সে আবেগ একপাশে রেখেই অনুশীলন সেরেছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। সে অনুশীলন শেষের ছবি দিয়ে আজ আর্জেন্টিনা ফুটবল দল একটা ছবি প্রকাশ করেছে আজ।
তারই ক্যাপশনে লিখেছে নতুন শিরোপা জেতার প্রত্যয়। সেখানে লেখা হয়েছে, ‘এই দলটা একটা পরিবারে পরিণত হয়েছে। কাল আমরা আরও একবার আর্জেন্টাইন মানুষজনের জন্য আনন্দের উপলক্ষ এনে দেওয়ার চেষ্টা করব। চলো ছেলেরা! ৪কোটি ৮০ লাখ মানুষ চাইছে! আমরা সবাই একসঙ্গেই আছি!’

সম্পর্কিত খবর