ফাইনালের আগে ফেসবুকে মেসির বার্তা

ফাইনালের আগে ফেসবুকে মেসির বার্তা

চলতি কোপা আমেরিকা লিওনেল মেসির ভালো কাটছে না আদৌ। একটা করে গোল আর অ্যাসিস্ট। তবে মেসি ভালো না করলে আর্জেন্টিনাও হাসে না, এমন দিন বহু আগেই পেছনে ফেলে এসেছে দলটা। তারই প্রমাণ দলটার ফাইনালে চলে আসা।

আগামীকাল সকালে কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এবারের আসরে তারা আছে আগুনে ফর্মে।

তাদের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক মেসি তার ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়েছেন এক বার্তা। সেখানে তিনি ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ, কোচ, স্টাফসহ সমর্থকদেরও।

তিনি লিখেছেন, ‘কোপা আমেরিকার শেষ দিন। আমরা আবারও ফাইনালে। সবার কঠোর পরিশ্রম ছাড়া এই অবিশ্বাস্য পথটা কোনোভাবেই পাড়ি দেওয়া সম্ভব হতো না। যারা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখে তারা, সঙ্গে পর্দার আড়ালে কাজ করে যারা, তাদেরও অবদান আছে এতে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার সব সতীর্থ, টেকনিক্যাল বডির সদস্যরা, জাতীয় দলের সেবায় নিয়োজিত কর্মীরা, আমেরিকায় আমাদের সমর্থন দিতে আসা আর্জেন্টাইনরা, যারা এখানে আসতে পারেননি কিন্তু দেশে আমাদের সমর্থন দিয়েছেন… আপনাদের গভীর অনুরাগ আর কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা রইল, ভামোস আর্জেন্টিনা।’

সম্পর্কিত খবর