যে একাদশ নিয়ে আর্জেন্টিনাকে কাঁদাতে চায় কলম্বিয়া
কোপা আমেরিকার ফাইনালে দীর্ঘ ২৩ বছর পর এসেছে কলম্বিয়া। এমন ম্যাচে এসে নিশ্চয়ই বিশ্বচ্যাম্পিয়নদের নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না হামেস রদ্রিগেজরা।
তবে কালকের ফাইনালের আগে দলটায় একটু দুশ্চিন্তা আছে। দলের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে যে কালকে পাবেন না কলম্বিয়ান কোচ নেস্তর লরেঞ্জো!
কোপা আমেরিকায় নিজেদের সবশেষ ম্যাচে রাইটব্যাক দানিয়েল মুনইয়োজ লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। যার ফলে তাকে পাচ্ছে না কলম্বিয়া। ফাইনালে তার জায়গায় আসবেন সান্তিয়াগো আরিয়াস।
দলটার জন্য সুখবর হচ্ছে, রিচার্ড রিওসকে এই ম্যাচে পাবেন কোচ লরেঞ্জো, জানাচ্ছে কলম্বিয়ান সংবাদ মাধ্যম। হাঁটুতে চোটের কারণে তাকে নিয়ে সেমিফাইনালে মাঠে নামতে পারেনি কলম্বিয়া। সে চোট কাটিয়ে তিনি সবশেষ অনুশীলনে অংশ নিয়েছেন। যার ফলে তিনি জেফারসন লারমা, জন আরিয়াসের সঙ্গে মাঝমাঠে নামবেন কাল সকালে।
কলম্বিয়ার সম্ভাব্য একাদশ–
কামিলো ভারগাস,
সান্তিয়াগো আরিয়াস, দাভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইয়োহান মহিকা;
রিচার্ড রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস;
হামেস রদ্রিগেজ;
জন করদোবা, লুইস ডিয়াজ