ইউরোর ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে ইংল্যান্ড
টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে চলে গেছে ইংল্যান্ড। এই ফাইনালে এবার স্পেনের মুখোমুখি হবে কোচ গ্যারেথ সাউথগেটের দল।
টুর্নামেন্টের ফেভারিট হিসেবে স্পেনের নাম ঘুরে ফিরেই এসেছে শেষ কয়েক দিনে। তাদের বিপক্ষে রাতে সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামবে ইংলিশরা।
কোয়ার্টার ফাইনালে উইংব্যাক সিস্টেমে চলে আসাটা ইংল্যান্ডের বেশ কাজে দিয়েছে। বেশ সাবলীল ফুটবল খেলছে এখন দলটা, ফিল ফোডেনও এখন আরও বেশি সৃষ্টিশীল, দলে প্রভাব রাখতে পারছেন আরও বেশি। ফাইনালেও ওই কৌশল থেকে সরবে না ইংল্যান্ড, তা একরকম নিশ্চিত।
গ্যারেথ সাউথগেটের সামনে এখন একমাত্র ধাধাটা হচ্ছে লেফট উইংব্যাক পজিশনটা। আগের ম্যাচে তিনি একাদশে রেখেছিলেন কিয়েরান ট্রিপিয়ারকে, যদিও শেষ ৪৫ মিনিট লুক শ সামলেছেন সে জায়গাটা। ফাইনালের মঞ্চে এখানে পরিবর্তন আসতে পারে। শ ফিরতে পারেন একাদশে। তবে কৌশলটা ওই একই থাকবে সাউথগেটের, দুই অর্ধে দুই ফুলব্যাক।
ধারণা করা হচ্ছে এই একটা জায়গাতেই পরিবর্তন আসবে ইংল্যান্ডের একাদশে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ–
পিকফোর্ড
ওয়াকার, স্টোনস, গেহি
সাকা, মাইনু, রাইস, শ
বেলিংহ্যাম, ফোডেন
কেইন