আর্জেন্টিনার সামনে জোড়া রেকর্ডের হাতছানি

আর্জেন্টিনার সামনে জোড়া রেকর্ডের হাতছানি

কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ফাইনালে দলের সামনে ঝুলছে রেকর্ড। কলম্বিয়াকে হারাতে পারলেই জোড়া রেকর্ড গড়ে ফেলবেন লিওনেল মেসিরা।

২০২১ সালে আর্জেন্টিনা তাদের ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল কোপা আমেরিকা জিতে। সেবার এই ট্রফিটা ছিল তাদের ১৫তম। তাতে দলটা সবচেয়ে বেশি কোপা জেতার কীর্তিতে উরুগুয়েকে ছুঁয়ে ফেলে।

আগামীকাল কলম্বিয়াকে হারাতে পারলেই কোপা আমেরিকার ইতিহাসে প্রথম দল হিসেবে ১৬টি শিরোপা জেতার রেকর্ড গড়বে আর্জেন্টিনা। পেছনে ফেলবে উরুগুয়েকে।
রেকর্ড এখানেই শেষ নয়। রেকর্ড আরও একটা আছে মেসিদের সামনে। কোপা আমেরিকা দিয়ে ২০২১ সালে আর্জেন্টিনার সাফল্যের যাত্রা শুরু, এরপরের বছর বিশ্বকাপও জিতেছেন মেসিরা। এবার আবারও কোপা আমেরিকার ফাইনালে চলে এসেছেন তারা।

এবার জিততে পারলে গড়বেন বিরল এক কীর্তি। ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে মহাদেশীয় আসর, বিশ্বকাপ এরপর আবার মহাদেশীয় শিরোপা জেতার কীর্তি গড়বে আর্জেন্টিনা। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ আর ২০১২ সালের ইউরো জিতে এই কীর্তি গড়েছিল স্পেন।

কাল জিতলে স্পেনের কীর্তিতে ভাগ বসাবেন মেসিরা। তবে একটা জায়গায় প্রথমই হয়ে রইবেন তারা। প্রথম দক্ষিণ আমেরিকান দল হিসেবে গড়বেন এই কীর্তি।

সম্পর্কিত খবর