যে একাদশ নিয়ে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া

যে একাদশ নিয়ে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া

কোপা আমেরিকার ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর্জেন্টিনার সামনে এই ম্যাচে হাতছানি ইতিহাসের, আর কলম্বিয়ার সামনে ২৩ বছর পর শিরোপা জয়ের। 

এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ভরসা রাখছেন সেমিফাইনালের একাদশের ওপরই। ফাইনালের আগে গুঞ্জন ছিল নিকলাস ওতামেন্দি আর লিয়ান্দ্রো পারেদেসকে মাঠে নামানোর।

তবে সে গুঞ্জন সত্যি হয়নি। মাঠে নামানো হয়েছে অপরিবর্তিত একাদশই। 

ওদিকে কলম্বিয়া দলে একটা পরিবর্তন অবশ্যই আসত। কোপা আমেরিকায় নিজেদের সবশেষ ম্যাচে রাইটব্যাক দানিয়েল মুনইয়োজ লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন।

যার ফলে তাকে পাচ্ছে না কলম্বিয়া। ফাইনালে তার জায়গায় আসবেন সান্তিয়াগো আরিয়াস। আরও একটা পরিবর্তন আছে দলটায়। রিচার্ড রিওস ফিরেছেন চোট কাটিয়ে।

আর্জেন্টিনা একাদশ–
এমি মার্তিনেজ
মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো
দে পল, এনজো, ম্যাক অ্যালিস্টার
মেসি, আলভারেজ, দি মারিয়া

কলম্বিয়ার একাদশ–
কামিলো ভারগাস,
সান্তিয়াগো আরিয়াস, দাভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইয়োহান মহিকা;
রিচার্ড রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস;
হামেস রদ্রিগেজ;
জন করদোবা, লুইস ডিয়াজ

সম্পর্কিত খবর