বিশৃঙ্খলার কারণে ফাইনাল পেছাল ৩ দফা

বিশৃঙ্খলার কারণে ফাইনাল পেছাল ৩ দফা

সবকিছু ঠিকঠাক থাকলে এখন ফাইনালের প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধ শুরুও হয়ে যাওয়ার কথা। কিন্তু কোপা আমেরিকার ফাইনাল এ সময়ে এসেও শুরু হতে পারেনি। কারণ দর্শকদের সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ম্যাচই যে শুরু হতে পারেনি!
কোপা আমেরিকার ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া। এই ফাইনাল দেখতে একটা বিশাল দর্শকের ঝাঁক চলে এসেছেন টিকিট ছাড়াই। এখানেই শেষ নয়। বেষ্টনী পেরিয়ে নিরাপত্তাকর্মীদের উপেক্ষা করে ঢুকতে চাইছেন মাঠেও। তারই ফলে তৈরি হয়েছে বিশৃঙ্খলা।
এই বিশৃঙ্খলা এমন পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে যে, বিশেষ পাস নিয়ে আসা খেলোয়াড়দের পরিবারও মাঠে ঢুকতে পারছে না। বিষয়টি জানা গেছে আর্জেন্টাইন ফুটবলার আলেহান্দ্রো গারনাচোর ভাই রবার্তোর ইনস্টাগ্রাম থেকে।
এই কারণে কোপা আমেরিকার ফাইনাল তিন দফা পেছাল। প্রথমে ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ৬টা ৩০ মিনিটে। এরপর তা পিছিয়ে নিয়ে যাওয়া হয় ৭টায়। শেষমেশ সে সময় পেছায় আরও ১৫ মিনিট।

সম্পর্কিত খবর