প্রথমার্ধে বিবর্ণ আর্জেন্টিনা, গোল পেল না কলম্বিয়াও
কোপা আমেরিকার ফাইনালের শুরুটা এভাবে হোক এমনটা নিশ্চয়ই চায়নি আর্জেন্টিনা! কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে দলটা হয়ে ছিল দ্বিতীয় সেরা দল। ওদিকে কলম্বিয়া এই অর্ধে দারুণ খেলেও গোলের দেখা পায়নি শেষমেশ।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এতক্ষণে দ্বিতীয়ার্ধও শেষ হয়ে যাওয়ার কথা। এই সময়ে এসেও ম্যাচের প্রথমার্ধের রিপোর্ট লিখতে হচ্ছে, কারণ দর্শকদের বিশৃঙ্খলার কারণে ম্যাচটা শুরু করতে হয়েছে নির্ধারিত সময়েরও ৮০ মিনিট পর।
ম্যাচের শুরুর দিকেই আর্জেন্টিনা একটা গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। ডান পাশ থেকে আসা বলটায় হুলিয়ান আলভারেজ ভালোভাবে পা লাগাতে পারেননি।
এরপরই শুরু হয়ে কলম্বিয়া শো। হাই প্রেসে আর্জেন্টিনার নাভিশ্বাস তুলে দলটা আক্রমণ শানিয়েছে বেশ। সবচেয়ে কাছে গিয়েছিল ম্যাচের ৭ মিনিটে। হামেস রদ্রিগেজের শুরু করে দেওয়া এক আক্রমণে জন করদোবা একটা সুযোগ পেয়েছিলেন। তবে বল আয়ত্বে নেওয়ার আগে তার নেওয়া শট লক্ষ্যে থাকেনি শেষমেশ, পোস্টের বাইরের দিকটা ছুঁয়ে চলে যায় বাইরে।
আর্জেন্টিনা প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগ পেয়েছে ২০ মিনিটে। দারুণ এক আক্রমণ শেষে আনহেল দি মারিয়ার নিচু ক্রস খুঁজে পায় বক্সের ভেতরে ফাঁকায় থাকা মেসিকে। তার শট একাধিক ডিফেন্ডারের গায়ে লেগে শেষমেশ চলে যায় কলম্বিয়া গোলরক্ষক কামিলো ভারগাসের হাতে।
৩৬ মিনিটে মেসি আরও একটা সুযোগ পেয়েছিলেন। বল নিয়ে ঢুকে পড়েছিলেন কলম্বিয়া বক্সে। সেখানে লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার পর সান্তিয়াগো আরিয়াসের বুট লাগে তার ডান পায়ের গোড়ালির একটু ওপরে। বেশ কিছুক্ষণ মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর থেকে প্রথমার্ধের শেষ পর্যন্ত খোঁড়াতে দেখা গেছে তাকে, যা আর্জেন্টিনাকে বেশ দুশ্চিন্তাই দেবে বৈকি!
এর আগে পরের গল্পটা অবশ্য পুরোপুরি কলম্বিয়ার। তার ছাপটা পড়েছে পরিসংখ্যানেও। বলের দখলে আর্জেন্টিনা ছিল মোটে ৪৭ শতাংশ সময়। আর শটও কলম্বিয়ারই বেশি ছিল। লক্ষ্যে ছিল তাদের ৪টা শট, বিপরীতে আর্জেন্টিনা মোটে ১টা শট নিতে পেরেছে লক্ষ্যে, তাও ১৯ মিনিটে মেসির ওই শটটাই।
তবে এমন প্রথমার্ধ শেষেও গোল হজম করেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নিশ্চয়ই চালকের আসনেই দলকে দেখতে চাইবেন কোচ লিওনেল স্কালোনি।