ফাইনালের ৬৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

ফাইনালের ৬৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

আর্জেন্টিনার হয়ে আরও ৭টা ফাইনাল খেলেছেন লিওনেল মেসি। তার প্রত্যেকটাই খেলেছেন পুরোটা সময় ধরে।

তবে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে এসে আর পারলেন না। চোট নিয়ে মাঠ ছাড়তে হলো মাত্র ৬৬তম মিনিটেই। 

চোটটা মেসি পেয়েছেন ম্যাচের ৩৬ মিনিটে। বল নিয়ে তিনি ঢুকে পড়েছিলেন কলম্বিয়া বক্সে। সেখানে সান্তিয়াগো আরিয়াসের বুট লাগে তার ডান পায়ের গোড়ালির একটু ওপরে। বেশ কিছুক্ষণ মাঠের বাইরে থাকতে হয় তাকে।

তখন চোট কাটিয়ে তিনি ফিরে এলেও অস্বস্তিতে ছিলেন। প্রথমার্ধের বাঁশি বাজার আগেই তাকে খোঁড়াতে দেখা যাচ্ছিল।

দ্বিতীয়ার্ধে এরপরও তিনি একটা দারুণ সুযোগ সৃষ্টি করেছিলেন, যা থেকে হতে পারত গোলও। তবে ৪৮ মিনিটে তার বাড়ানো বলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলরক্ষককে একা পেয়েও গোলের দেখা পাননি আর। 

এরপর আসে মেসির বিদায়ের মুহূর্তটা। প্রতিপক্ষ বিপদসীমায় জনাথন মোহিকাকে হাই প্রেস করতে গিয়ে ডান পায়ে আবারও চোট পান মেসি। এরপরই তাকে মাঠ ছেড়ে যেতে হয় ক্যারিয়ারে প্রথম বারের মতো। 

সম্পর্কিত খবর